এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পে-কমিশনের নামে সরকারি কর্মীদের যন্ত্রণার ৪৮ মাসের বকেয়া কোথায়? মমতার অস্বস্তি বাড়ালেন দিলীপ

পে-কমিশনের নামে সরকারি কর্মীদের যন্ত্রণার ৪৮ মাসের বকেয়া কোথায়? মমতার অস্বস্তি বাড়ালেন দিলীপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিলীপ ঘোষকে তৃণমূলের নামে কটাক্ষ করতে দেখা নতুন কিছু নয়। আর সেখানে জানা গেছে, তিনি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছেন ‘প্রতিশ্রুতি দিদি।’ বস্তুত, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তিনি তাঁর কিছুই পূরণ করেন না, সেই কথার ব্যাঙ্গার্থেই তিনি এমনটা বলেছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এমন পরিস্থিতিতে ডিএ নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের কয়েক বছর ধরেই সমস্যা চলছে বলে দেখা গেছে। সেখানে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্যাট) থেকে হাইকোর্ট, বারবার মামলা করা হয়েছে নানা জায়গায়। কিন্তু এত টানাপোড়েনের পরেও সমস্যা মেটেনি। সেখানে রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ঘোষণা করে। কিন্তু সে ঘোষণাতে উল্লেখ ছিল না ডিএ-র।

আপনার মতামত জানান -

অন্যদিকে, সম্প্রতি মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছেন। জানিয়েছেন, ২০২১-এর জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে নবান্নে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে ডিএ ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আর্থিক অনটনের মধ্যেও যতটা পারলাম দিলাম।’

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ৩ শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারের অতিরিক্ত ২ হাজার কোটি টাকা খরচ হবে। আর এই ঘোষণার পরেই ফেডারেশন নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে, রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের রাজ্য আহ্বায়ক দেবাশিস শীল বলেন, ”সামনে নির্বাচন বলে আমাদের ভিক্ষা দেওয়া হল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, গত এক বছর ধরে কোনও ডিএ দেওয়া হয়নি। ২০২১-এর জানুয়ারিতে সেই বকেয়া ২৪ শতাংশে পৌঁছে যাবে। তাই তাঁর মতে, এই ৩ শতাংশ ডিএ ঘোষণা করা আসলে কর্মীদের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয় বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে, এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানান, ভোটের মুখে ওনার রাজ্য সরকারি কর্মচারীদের কথা মনে পড়েছে।

তাঁর কথায়, “ভোটে কারচুপি করতে এদের সাহায্য লাগবে। তাই এখন থেকে ম্যানেজ করতে নেমেছেন মমতা।” অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এদিন তিনি এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু কটা রাখেন?” সেইসঙ্গে পে কমিশনের ৪৮ মাসের এরিয়ার টাকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে তাঁকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!