এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ বিজেপিকে আবার চ্যালেঞ্জ করে সংবাদ মাধ্যমে বোমা ফাটালেন ভোট কুশলী পিকে

আজ বিজেপিকে আবার চ্যালেঞ্জ করে সংবাদ মাধ্যমে বোমা ফাটালেন ভোট কুশলী পিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল সম্পর্কে একটি বিতর্কিত টুইট করেছিলেন শাসকদল তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা ভোট কুশলী পিকে। যে টুইটে তিনি দাবি করেছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে দুঅঙ্কের আসন সংখ্যা পার করতে পারবে না। অর্থাৎ, বিজেপি ১০০ টি আসনও পাবে না। তিনি আরও জানিয়েছিলেন যে, তাঁর কথা যদি ভুল বলে প্রমাণিত হয়, তবে ট্যুইট করা ছেড়ে দেবেন তিনি।

এরপর বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয় প্রমুখরা পাল্টা আক্রমণ করেন ভোট কুশলী পিকেকে। এর পর আজ সংবাদমাধ্যমের সামনে পিকে জানালেন যে, তাঁর কথা যদি ভুল বলে প্রমাণিত হয়। তবে কাজ ছেড়ে দেবেন তিনি। কিন্তু বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ প্রমুখরা কি রাজনীতি ছেড়ে দেবেন তাঁর কথা সত্য বলে প্রমাণিত হলে?

গতকাল ভোট কুশলী পিকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা সম্পর্কে ভবিষ্যৎবাণী করার পর তিনি অভিযোগ করেছিলেন যে, এক শ্রেণীর সংবাদপত্র বিজেপির হয়ে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে। কিন্তু আসলে দু অংকের আসন সংখ্যা পার করতেই বিজেপি হিমশিম খেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছিলেন যে, তাঁর এই টুইট সেভ করে রাখতে। বিজেপি এর চেয়ে ভাল ফল করলে তিনি টুইট করাই ছেড়ে দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোট কুশলী পিকের এই টুইটের তীব্র কটাক্ষ করেছিল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয় প্রমুখরা। সরাসরি পিকের নাম না নিয়েও তাঁকে কটাক্ষ করে পাল্টা টুইট করে ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি লিখেছিলেন যে, পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির সুনামি বইছে, তাতে সরকার গঠনের পর দেশের একজন ভোট কুশলীর সংখ্যা কমে যাবে।

কেন্দ্রের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এ প্রসঙ্গে জানিয়েছিলেন, ” খুব খুশি যে এমন একজন বিশেষজ্ঞ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। কোন বিশ্বে বাস করেন উনি? তৃণমূল ওঁকে কী খাবার খাওয়ায়? সবচেয়ে ভাল বিষয় হল, ২০২১ আসুক, দেখবেন না থাকবে সাপ (তৃণমূল), না বাজবে (পিকে-র) বাঁশি। ” এরপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভোট কুশলী পিকের উদ্দেশ্যে জানিয়েছেন, ” দু’ অথবা তিন অঙ্ক যাই হোক, প্রশান্ত কিশোরের চাকরি যাবে। ”

এরপর আজ সংবাদ মাধ্যমের সামনে প্রশান্ত কিশোর আবার চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপিকে। যেখানে তিনি জানালেন যে, তার গণনা যদি ভুল বলে প্রমাণিত হয়, তবে কাজ ছেড়ে দিতে রাজি আছেন তিনি। কিন্তু বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয় প্রমুখরা রাজনীতি ছেড়ে দিতে কি রাজি আছেন?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!