এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আন্তর্জাতিক চাপে ক্রমশ কোমর ভাঙছে চীনের? করোনার উৎস সন্ধানে এবার জিনপিংয়ের দেশে ঢুকবে WHO?

আন্তর্জাতিক চাপে ক্রমশ কোমর ভাঙছে চীনের? করোনার উৎস সন্ধানে এবার জিনপিংয়ের দেশে ঢুকবে WHO?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর থেকে করোনা ভাইরাসের মারণ কামড়ে গোটা বিশ্ব কার্যত স্তব্ধ হয়েছে। বিশ্বের তাবড় তাবড় দেশের রাতের ঘুম উড়িয়েছে কভিড-১৯ ভাইরাস। তবে শুরুর দিন থেকেই এই ভাইরাসের উৎপত্তি নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে চিন। চীনের উহান প্রদেশের, বন্য পশু কেনাবেচার একটি মার্কেট থেকেই নাকি এই ভাইরাস ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে বলে অনুমান করেন বিজ্ঞানীরা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ বরংবার দাবি করেছে, এই ভাইরাস চিনের সৃষ্টি এবং তারা এই ব্যাপারে তদন্তও দাবি করে।

তারা দাবি অনুযায়ী চিন তথ্য গোপন করেছে এবং করোনা ভাইরাসের সংক্রমণকে অতিমারিতে পরিণত করেছে। সেখানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ চিনের এক ভাইরোলজিস্ট এর কথায় সেই বিতর্ক আরো কয়েকগুণ বেড়ে যায়। ওই ভাইরোলজিস্ট সম্প্রতি দাবি করেন যে, নোভেল করোনা ভাইরাসের জন্ম চিনের উহান প্রদেশের ল্যাবরেটরিতেই। তিনি আরও দাবি করেন যে, ভাইরাসটি মনুষ্যসৃষ্ট এবং এ ব্যাপারে উপযুক্ত প্রমাণ তাঁর কাছে আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি দাবি করেন, চিন সরকারের হাতে খুন হওয়ার ভয়তে তিনি চিন ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু চিন তা মানতে রাজি হয়নি। তারা দাবি করে প্রাকৃতিক উপায়েই ভাইরাসটির জন্ম হয়েছে। চিনের এই দাবিকে মিথ্যা বলেন ওই গবেষক। তিনি দাবি করেন, শুরুর দিকে এই ভাইরাস নিয়ে গবেষণার কাজ তিনি করেছেন কিন্তু যখন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তখন তাঁকে চুপ করিয়ে দেওয়া হয়, এমনকি মৃত্যুর হুমকিও দেওয়া হয়। এই কথার পর সারা বিশ্বে বিতর্কের ঝর ওঠে।

এরই মধ্যে হুর তরফে উহানে যাওয়ার কথা জানানো হলেও অনুমতি পাওয়া যায়নি। সেই নিয়ে সরব হয়ে দেখা গিয়েছিল খোদ হু প্রধানকে। এই ঘটনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে হতাশাজনক বলে ব্যাখ্যা করা হয়েছে। তবে সংস্থার ডিরেক্টর জেনেরাল টেড্রস আধানম গ্য়াব্রিসিয়াসের দাবি করেন যে, দ্রুত সমস্যার সমাধান হবে। তবে শেষ পর্যন্ত হু-এর কর্তাদের চিনে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে বেজিং। তবে কবে সেই অনুমোদন দেওযা হব তা এখনও জানানো হয়নি বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!