এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ ইস্যুতে বড় রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের

প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ ইস্যুতে বড় রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের

স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নানা জটিলতায় থমকে আছে, আর তার জন্য আদালতের স্মরণাপন্ন হয়েছিলেন আবেদনকারীরা। আর তাঁদের করা মামলার পরিপ্রেক্ষিতে এদিন চাকরির পরীক্ষায় উর্ত্তীণ হয়েও চাকরি না পাওয়া প্রার্থীদের এক মাসের মধ্যে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত ২০১৬-র ২২ সেপ্টেম্বরে উত্তর দিনাজপুরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদ লিখিতভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানায় উর্দুতে শূন্যপদ রয়েছে ৩২১টি। গত বছর জেলায় প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হন ২১৫ জন প্রার্থী। কিন্তু পর্ষদ মাত্র ১১০ জনকে অনুমোদন দেয়, আর তার ফলে চাকরির পরীক্ষায় সফল হয়েও চাকরি পাননি বাকি ১০৫ জন। এই নিয়েই আদালতের দ্বারস্থ হন উত্তর দিনাজপুরের বাসিন্দা রিজ়ওয়ান আলম রিয়াজ সহ আরো ৬ জন। আর সেই মামলারই রায় দেন এদিন বিচারক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!