এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি করার অপরাধে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ

বিজেপি করার অপরাধে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ


রাজ্যে বিজেপির ভোটব্যাংক বৃদ্ধি হওয়ার পরই বিভিন্ন এলাকায় তৃনমূলের বিরুদ্ধে বিজেপির প্রতি হামলার অভিযোগ উঠতে শুরু করে। যে ঘটনায় ব্যাপক রাজনৈতিক তরজা লক্ষ্য করা যায়। আর এবার বিজেপি করার অপরাধে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে।

সূত্রের খবর, তারকেশ্বর থানার পিয়াসারা এলাকায় তপন মালিক নামে এক বিজেপি কর্মীকে আক্রান্ত হতে হয়। কিন্তু কেন হঠাৎ বিজেপি কর্মীর প্রতি আঘাত আনা হল! অভিযোগ, এদিন সন্ধ্যায় তারকেশ্বর থানার পিয়াসা এলাকায় এই বিজেপি কর্মী চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।

আর সেই সময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতীরা এসে তার ওপরে চড়াও হয় বলে জানা যায়। বিজেপির দাবি, তাদের আক্রান্ত নেতা তপন মালিককে জোর করে এলাকা থেকে নিয়ে যান তৃণমূলের সাইদুল মোল্লা এবং শেখ মনিরুল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এরপর ওইখানে বিজেপি কর্মীকে মারধর করা হলে নিজের দলের কর্মীকে উদ্ধার করতে গেলে বিজেপির উৎপল মালিকের সামনে ব্যাপক বোমাবাজি করা হয় বলেও অভিযোগ উঠেছে। জানা গেছে, বর্তমানে দুই বিজেপি নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে হুগলির বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, “তৃনমূল যে কায়দায় হাতুড়ি দিয়ে হাত, পা ভাঙছে, তাতে তৃনমূলও তা সুদ সমেত ফেরত পাবে।” তবে এই ব্যাপারে তৃনমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “আইন আইনের পথে চলবে।” তবে যে ঘটনা ঘটল, তা রাজনৈতিক তরজার মাত্রাকে প্রবল বাড়িয়ে দেবে বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!