এখন পড়ছেন
হোম > জাতীয় > বিয়ে করেও নিশ্চিন্ত হওয়া গেলনা, বরং এবার বিয়েটাই বাতিল হওয়ার মুখে

বিয়ে করেও নিশ্চিন্ত হওয়া গেলনা, বরং এবার বিয়েটাই বাতিল হওয়ার মুখে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা সংক্রমণ প্রায় প্রতিদিন, প্রতিনিয়ত বেড়েই চলেছে। পরিস্থিতি আয়ত্তে আনতে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন। লকডাউন চলাকালীন বেশ কিছু নিয়ম-নীতি জারি করা হয়েছে প্রতিটি রাজ্যেই। সেক্ষেত্রে সবথেকে বড় নিষেধাজ্ঞা জারি রয়েছে জমায়েতের ক্ষেত্রে। অন্যদিকে সামাজিক অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করা আছে। কিন্তু সামাজিক নিষেধাজ্ঞা কি সব সময় মানা যায়? আর সেক্ষেত্রে অন্য ছবি মধ্যপ্রদেশে। সূত্রের খবর, মধ্যপ্রদেশে করোনা সামাল দিতে চলছে লকডাউন। যথারীতি সেখানেও বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কিন্তু রাজ্য সরকারের নিষেধাজ্ঞাকে রীতিমত নস্যাৎ করে প্রায় শতাধিক দম্পতি মধ্যপ্রদেশে লকডাউনের মধ্যেই বিয়ে করে ফেলেছেন। আর সে কথা কানে যেতেই এবার মধ্যপ্রদেশ প্রশাসন পাল্টা নির্দেশিকা জারি করেছে। মধ্যপ্রদেশের একাধিক জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি মাসে হওয়া সমস্ত বিবাহকে বাতিল এবং অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তাই কোন বিয়ের ক্ষেত্রেই কোন শংসাপত্র দেওয়া হবেনা। সূত্রের খবর, মধ্যপ্রদেশ প্রশাসনের নজর এড়িয়ে বিয়ে করতে গিয়ে ইতিমধ্যেই প্রায় 30 জন গ্রেপ্তার হয়েছে। তবে লকডাউনের বিধি নিষেধ তোয়াক্কা না করে যারা বিয়ে করেছেন, তাঁদের জন্য এবার কড়া নির্দেশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি ম্যারেজ রেজিস্ট্রারের জন্যও একই নির্দেশ বলবৎ হয়েছে সরকারি প্রশাসনের পক্ষ থেকে। ম্যারেজ রেজিস্ট্রারদের কোনরকম শংসাপত্র না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিবাহিত দম্পতিদের। যদি সেই নিয়ম ভঙ্গ করা হয়, তাহলে সরকারি আধিকারিকদের শাস্তির মুখে পড়তে হবে বলে জানা গেছে। প্রসঙ্গত জানা যাচ্ছে, মধ্যপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী চলতি মাসে প্রায় 130 টি বিয়ে হয়েছে সরকারকে লুকিয়ে। আর এই সমস্ত বিয়েকেই অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিবাহিত দম্পতিদের পরিবার এবং পুরোহিতকেও শাস্তির মুখে পড়তে হবে বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশে আগামী 29 শে মে পর্যন্ত লকডাউন জারি রয়েছে বলে খবর।

আপাতত সেখানে করোনা সংক্রমণ বেশ কিছুটা নিয়ন্ত্রিত, তাই অনুমান করা যাচ্ছে আগামী মাস থেকে ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু হবে। আর সেরকমই ইঙ্গিত দিয়েছেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একইসাথে লকডাউনের নিয়ম ভাঙায় শাস্তির মুখে পড়তে হচ্ছে এক ঝাঁক নবদম্পতিকে। বিয়ের শংসাপত্র না পেলে সরকারিভাবে সেি বিয়ে বৈধ হবে না প্রশ্ন উঠছে তাহলে কি নতুন করে কারন তাদের আবার লকডাউন শিথিল হলে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হবে সে উত্তর অবশ্য এখনো পর্যন্ত সরকারিভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!