এখন পড়ছেন
হোম > জাতীয় > ই-মনোনয়ন মামলায় কি বলল সুপ্রিম কোর্ট? কোন পথে পঞ্চায়েত নির্বাচন?

ই-মনোনয়ন মামলায় কি বলল সুপ্রিম কোর্ট? কোন পথে পঞ্চায়েত নির্বাচন?

সিপিএমের করা মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বনাথ সমদ্দারের ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয় মনোনয়নের শেষদিন অর্থাৎ গত ২৩ শে এপ্রিল বিকেল ৩ টে পর্যন্ত রাজ্য সিপিএমের তরফে যতগুলি মনোনয়ন ইমেলে পাঠানো হয়েছে তা গ্রহণ করতে হবে এবং তার মধ্যে যেগুলি বৈধ সেগুলিকে মান্যতা দিয়ে নতুন করে প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলার শুনানি ছিল আজ।

সেই শুনানিতে, ই-মননোয়ন নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কিন্তু তার সঙ্গেই জানিয়ে দিল, যে সকল আসনে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ জয়ী হয়েছেন কোনো প্রার্থী, সেই সব আসনের ফলপ্রকাশ এখনই করা যাবে না। ফলে তীব্র অস্বস্তিতে রাজ্য নির্বাচন কমিশন, কেননা সেই সকল জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই জয়ীদের প্রশংসা পত্র হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। ফলে আরো বড় আইনি জটিলতায় কি চলে গেল পঞ্চায়েত নির্বাচন উঠে যাচ্ছে সেই প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!