এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে কর্মীদের জোট নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকান্ত

পঞ্চায়েতে কর্মীদের জোট নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকান্ত

পঞ্চায়েতে কর্মীদের জোট নিয়ে কড়া বার্তা দিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এখন সিপিআইএম-এর মতে তাদের সবচেয়ে বড় শত্রু হলো তৃণমূল আর বিজেপি। আর এই দুই দলের থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ ও নির্দেশ দিয়েছে অনেকবার। আর এরপর পঞ্চায়েত শুরু হলে দলের নির্দেশ না মেনে নিচুস্তরের কর্মীরা জোট বেঁধেছেন বিজেপির সাথে এমনটাই খবর আর এই নিয়ে দলের অন্দরেই বিতর্ক ছড়িয়েছে। কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন অনেক নেতা নেত্রীরা। এই নিয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠিও পাঠিয়েছেন দলের জেলাস্তরের নেতার। আর তাতে বিদ্রোহের ছাপ স্পষ্ট । জানা গেছে শুধু নির্দল প্রার্থীকে বিজেপির সাথে হাত মিলিয়ে তলে তলে সমর্থনই নয়, একসঙ্গে নাকি দেওয়াল লিখেছেন। ফলে আগে জানলেও তেমন গুরুত্ব নাকি দেয়নি রাজ্য সিপিআইএম নেতৃত্ব এমনটাই সূত্রের খবর। তবে এবার চিঠি পেয়ে নড়েচড়ে বসেছে সিপিআইএম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন এনিয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর হুঁশিয়ারি, কেউ যদি তৃণমূল বা বিজেপি-র সঙ্গে নির্বাচনী সমঝোতা করে তাহলে তাঁদের সরাসরি বহিষ্কার করা হবে। পাশাপাশি এক সাংবাদিক বৈঠক থেকে সূর্যকান্তবাবু এও স্পষ্ট করে দেন যে রাজ্যে তৃণমূল ও দেশে বিজেপি -ই তাঁদের শত্রু। রাজ্যে তাঁদের একটাই স্লোগান, তৃণমূল হটাও বাংলা বাঁচাও। আর দেশে, বিজেপি হটাও দেশ বাঁচাও।” তিনি জানান, কেউ যদি শত্রুপক্ষের সঙ্গে জোট করেন তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে বা তাঁদের সরাসরি বহিষ্কার করা হবে। রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কোনওরকম আপস করা হবে না। তিনি আরও বলেন, “আগেও বলেছি এখনও বলছি যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে তৃণমূল ও বিজেপি -র বিরুদ্ধে লড়াই দিতে পারবে এমন ধর্মনিরপেক্ষ দল বা নির্দল প্রার্থীকে ভোট দেবে বামেরা।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!