এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভুল উচ্চারণের কারণে তাঁকে নিয়ে হাসিঠাট্টার মোক্ষম জবাব দিলেন লেখক-বিধায়ক

ভুল উচ্চারণের কারণে তাঁকে নিয়ে হাসিঠাট্টার মোক্ষম জবাব দিলেন লেখক-বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি অমানবিকতা শব্দটি উচ্চারণ করতে গিয়ে বারবার জিভ আটকে গিয়েছিল বলাগড়ের তৃণমূল বিধায়ক ও লেখক মনোরঞ্জন ব্যাপারীর। অমানবিকতা শব্দটি উচ্চারণ করতে গিয়ে বারবার আটকে যান তিনি। তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করেন। তবে, ব্যাপারটি নিয়ে নীরব ছিলেন বিধায়ক, এবার এই বিষয়ে নিজের বক্তব্য তিনি স্পষ্ট করলেন। বিধায়ক জানালেন, সামান্য কথা আটকে গেছে বলে তাঁর ইমেজ এভাবে নষ্ট হয়ে যাবে না। মানুষ তাঁকে ভালবাসেন, আগামী দিনেও তাঁকে ভালবাসবেন। এমন ভুল মানুষ মাত্রেরই হয়ে থাকে।

প্রসঙ্গত, অবিভক্ত বাংলার বরিশাল ছিল তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর পিতৃভূমি। দেশভাগের পর উদ্বাস্তু হয়ে যাদবপুরে আসেন তিনি। দারিদ্রতার কারণে খুব বেশি লেখাপড়া শেখার সুযোগ পাননি তিনি। তবে নিজের চেষ্টায় লেখাপড়া শিখেছেন, বাংলা সাহিত্যের প্রতি বেড়েছে তাঁর আকর্ষণ। দলিত মানুষের সংগ্রাম নিয়ে সাহিত্য অঙ্গনে তাঁর আত্মপ্রকাশ। মহাশ্বেতা দেবীর পত্রিকায় লেখক হিসেবে তিনি যোগদান করেন। বহু গ্রন্থ লিখেছেন তিনি। তাঁর একটি বিখ্যাত বই হল ‘বাতাসে বারুদের গন্ধ’। ২০১৪ সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পক্ষ থেকে সুপ্রভা মজুমদার পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৯ সালে তিনি পেয়েছেন হিন্দু সাহিত্য পুরস্কার। আবার, রাজনীতিবিদ হিসেবেও তিনি যথেষ্ট জনপ্রিয়। বলাগড়ের তৃণমূল বিধায়ক তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগে অমানবিকতা শব্দটি উচ্চারণ করতে গিয়ে তাঁর বারবার বাধা পাওয়ার বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করেছেন অনেকে। এবার এই বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখলেন। তিনি জানালেন, এখন সময় অত্যন্ত খারাপ যাচ্ছে। মানুষের কাছে হাসিঠাট্টার কোনো অবকাশ নেই। এমন সময় মানুষ হাসির উপাদান খুঁজে পেয়েছেন। যাকে নিয়ে মানুষ হাসছেন, সেই ব্যক্তিটি হলেন তিনি। এর থেকে গর্বের আর কি থাকতে পারে? ৪০ বছর ধরে তিল তিল করে নিজের ইমেজ তিনি তৈরি করেছেন। কোন দিন স্কুলে যাননি তিনি, তা সত্ত্বেও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। সামান্য কথা আটকে গেছে বলে তাঁর ইমেজ এভাবে নষ্ট হয়ে যাবে না। মানুষ তাঁকে ভালোবাসেন, আগামী দিনেও তাঁকে ভালোবাসবেন। এমন ভুল মানুষ মাত্রেরই হয়ে থাকে।

এভাবেই, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে হাসি ঠাট্টার মোক্ষম জবাব দিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, মাঝে মাঝেই অনেকের জিভ জড়িয়ে যেতে পারে। এটা যে কোন শব্দের সঙ্গেই হয়ে থাকে। আজ তাঁর সঙ্গে হয়েছে, কাল অন্য কারো সঙ্গে হতেই পারে। এটা নিয়ে তিনি চিন্তিত নন। তিনি জানতে পেরেছেন যে, এই ভিডিও বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে। তাতে তিনি অবশ্য মজাই পাচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!