এখন পড়ছেন
হোম > জাতীয় >  “ভারত” নামে আপত্তি কেন মমতাদের! শুভেন্দু যা বললেন, তাতে গর্বিত বাংলা!

 “ভারত” নামে আপত্তি কেন মমতাদের! শুভেন্দু যা বললেন, তাতে গর্বিত বাংলা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভারতবাসী হিসেবে সকলেই গর্ববোধ করি আমরা। কিন্তু বর্তমানে সেই “ভারত” নাম নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। যেখানে জি-টুয়েন্টি সম্মেলনের জন্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে “প্রেসিডেন্ট অফ ভারত” লেখা হয়েছে। আর তারপর থেকে এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলের নেতা নেত্রীরা। তবে যদিও বা দেশের নাম বদলের ক্ষেত্রে কিছু বলেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু ভারত নামে কেন এত আপত্তি থাকবে বিরোধীদের, তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে অকাট্য যুক্তির মধ্যে দিয়ে বিরোধীদের কার্যত কুপকাত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এই ভারত নামকে আমি স্বাগত জানাই। আমরা তো সবাই ভারত মাতার জয়ধ্বনি দিই। তাতে তো আপত্তি থাকার কিছু নেই। বরঞ্চ এখনও পর্যন্ত ব্রিটিশদের কিছু স্মৃতিসৌধের নামকরণ করা রয়েছে। সেই সমস্ত নাম বদল করে ফেলা উচিত।” অনেকে বলছেন, শুভেন্দুবাবুর এই বক্তব্য একেবারেই যুক্তিপূর্ণ। তার এই বক্তব্য শুনলে তো ভারতীয় হিসেবে তাকে সমর্থন না করে থাকা যায় না। কিন্তু কেন সেই “ভারত” নামে এত আপত্তি বিরোধী দলগুলোর!

একাংশের মতে, যদি দেশের নাম সব ভাষাতেই ভারত হয়, তাহলে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া জোট তৈরি করার বিরোধীরা ব্যাপক চাপে পড়ে যাবে। মোদীর মাস্টারস্ট্রোকে কাবু হয়ে যাবে তারা। কেননা বিরোধীরা চেয়েছিল ইন্ডিয়া জোটের নাম দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে সিমপ্যাথি আদায় করবে। তবে শুধুমাত্র রাষ্ট্রপতির পক্ষ থেকে যাওয়া চিঠিতে “ভারত” নাম থাকতেই রীতিমত আঁতকে উঠেছে বিরোধীরা। যার কারণে এখন দিকভ্রষ্ট হয়ে এই নামে সমালোচনা করে নিজেদের বিপদ নিজেদেরই ডেকে আনছে বিরোধী দলগুলো।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী দেশের পক্ষে এর আগেও একাধিক মন্তব্য করেছেন। তবে “ভারত” নাম নিয়ে যখন তর্ক বিতর্ক চলছে, তখন সেই নামকে তো সমর্থন করলেনই রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি যা বললেন, তা সত্যিই সমর্থন করার মত বিষয়। ব্রিটিশদের তৈরি করা প্রতিষ্ঠান গুলোতে কেন এখনও তাদের নাম থাকবে! কেন দেশমাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে সেই নামে বদল করা হবে না, সেই প্রশ্নও তুলে ধরে ভারতীয় হিসেবে দাবি রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা। যা বঙ্গবাসী এবং দেশবাসী হিসেবে সকলের পছন্দ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!