এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বড় ধাক্কা তৃণমূলে, প্রয়াত মান্নান হোসেন

বড় ধাক্কা তৃণমূলে, প্রয়াত মান্নান হোসেন


প্রয়াত হলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি ও কংগ্রেসের প্রাক্তন সাংসদ মান্নান হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি, আস্তে আস্তে দুটো কিডনিই নষ্ট হয়ে যায়। মাস তিনেক আগে কিডনি প্রতিস্থাপন করা হয় তাঁর। এরপর তিনি ক্রমশ সুস্থ হতে থাকেন। কিন্তু হঠাৎই সপ্তাহ দুয়েক আগে ফের অসুস্থ হয়ে পড়েন। কলকাতায় নিয়ে এসে তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু গতকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, রাখতে হয়েছিল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। আজ বিকেল সাড়ে চারটেয় চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অমর্তলোকের পথে যাত্রা করেন মান্নান সাহেব।
বরাবরই কংগ্রেস ঘরানার রাজনীতিবিদ ছিলেন। কংগ্রেসের হয়ে নির্বাচন লড়ে তিন-তিনবার সাংসদ হন। কিন্তু এরপরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির সঙ্গে বনিবনা না হওয়ায় অধীর গড় মুর্শিদাবাদে ঘাসফুল ফোটাতে হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ২০১৪ সালে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেরি না করে তাঁকে জেলা সভাপতির দায়িত্ব দেন। আমৃত্যু তিনি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতি ছিলেন। মান্নান সাহেবের মৃত্যুতে রাজনৈতিকমহলে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!