এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘বিশ্ব বাংলা’ নিয়ে রাজ্যসরকারকে আরও বিপাকে ফেলতে আসরে সুজন চক্রবর্তী

‘বিশ্ব বাংলা’ নিয়ে রাজ্যসরকারকে আরও বিপাকে ফেলতে আসরে সুজন চক্রবর্তী

গত শুক্রবার রানী রাসমণি রোডের দলীয় সভামঞ্চ থেকে ‘বিশ্ববাংলা’ লোগো নিয়ে নথি প্রকাশ করে কার্যত রাজ্য রাজনীতিতে ‘বিস্ফোরণ’ ঘটিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি জানিয়েছিলেন আদতে এই ‘বিশ্ববাংলা’ রাজ্যসরকারের মালিকানাধীন নয়, তা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মালিকানাধীন। সেদিনই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র একই দাবী করেন। আর আজ আরো একধাপ এগিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী একই ইস্যুতে এবার আদালতে যাওয়ার তোড়জোড় শুরু করলেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, সুজনবাবুর অভিযোগ, বিতর্কটি নতুন নয়, বছর খানেক আগে দলীয় পত্রিকা এই নিয়ে ‘গণশক্তি’-তে একটি রিপোর্ট বেরিয়ে ছিল। মানুষের টাকায় লোগোকে বিশ্বখ্যাত করার জন্য কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, সরকারি অর্থ নয়ছয়ের মাধ্যমে কোনও একটি পক্ষ এর ফলে আর্থিক ভাবে লাভবান হয়েছে। কিন্তু এই নিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী একেবারে চুপ তাই আদালতের নজরদারিতে সিট গঠন করে বিষয়টিতে তদন্তের প্রয়োজন আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!