এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দোলাচল শেষ! গেরুয়া শিবিরের মায়া কাটিয়ে ছত্রধর মাহাতো অবশেষে ঘাসফুল শিবিরেই! মিলল শীর্ষপদ

দোলাচল শেষ! গেরুয়া শিবিরের মায়া কাটিয়ে ছত্রধর মাহাতো অবশেষে ঘাসফুল শিবিরেই! মিলল শীর্ষপদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আগে থেকেই জল্পনা ছিল, এবার তৃণমূল শিবিরে ব্যাপক রদবদল হতে পারে। আর এবার 2021 এর বিধানসভা নির্বাচনে দলকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল নেত্রী বড়সড় রদবদল করলেন দলে। রাজ্যের সাংগঠনিক স্তরের পরিবর্তনের সাথে সাথে জেলায় জেলায় সাংগঠনিক স্তরেও পরিবর্তন হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে এবার রাজ্য সংগঠনে অন্যতম মুখ হয়ে উঠে এলেন একদা জঙ্গলমহলের একচ্ছত্র অধিপতি ছত্রধর মাহাতো। বিগত বাম সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন যিনি, তিনিই হলেন ছত্রধর মাহাতো।

সেসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইতে সাথ দিয়েছিলেন তিনি এবং জঙ্গলমহলে তৃণমূলের ভিতকে শক্তিশালী করে তুলেছিলেন। যদিও 2009 সালে গ্রেফতার হয় ছত্রধর বিভিন্ন অভিযোগে। এবং এই 10 বছর তিনি জেলে কাটিয়েছেন। অবশেষে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি কিন্তু পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ তাঁর কি হবে? তিনি আদৌ রাজনীতি করবেন না নিজের মতন থাকবেন? তা নিয়ে শুরু হয় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। এই অবস্থায় জঙ্গলমহলে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও গত কয়েক মাস ধরেই সখ্যতা বাড়ে ছত্রধরের।

সম্প্রতি জঙ্গলমহলে তৃণমূলের একাধিক কর্মসূচিতেও ছত্রধর মাহাতো এবং তাঁর স্ত্রীকে উপস্থিত থাকতে দেখা যায়। অন্যদিকে মাঝখানে রব উঠেছিল ছত্রধর গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন। মূলত পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মুকুল রায় ছত্রধর মাহাতোর বাড়িতে উঠেছিলেন এবং সেখান থেকেই প্রচার শুরু করেন। হঠাৎ করে বিজেপি নেতার ছত্রধর মাহাতোর বাড়ি যাওয়া থেকেই শুরু হয় গুঞ্জন- এবার পাকাপাকিভাবে মুকুল রায়ের হাত ধরে ছত্রধর আসতে চলেছে গেরুয়া শিবিরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু অবশেষে ছত্রধর রয়ে গেলেন তৃণমূলেই। অন্যদিকে লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, জঙ্গলমহল থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল সে জায়গায় সংগঠনের জোর বাড়িয়ে এলাকা দখল করেছে গেরুয়া শিবির। আর এবার গেরুয়া শিবিরের হাত থেকে 2021 সালে বিধানসভা নির্বাচনে আরো একবার জঙ্গলমহলের কর্তৃত্ব ফিরে পেতে তৎপর তৃণমূল নেত্রী ছত্রধর মাহাতোর উপরেই ভরসা করছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, তৃণমূলের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল এর ফলে রাজ্য কমিটিতে উঠে এল জঙ্গলমহল। তৃণমূলের রাজ্য কমিটিতে এবার জায়গা পেলেন ছত্রধর মাহাতো। এছাড়াও জঙ্গলমহলের অন্যতম তৃণমূল নেতা সুকুমার হাঁসদা এবং চূড়ামণি মাহাতো এলেন তৃণমূলের রাজ্য কমিটিতে।

বলা যায়, জঙ্গলমহলের সংগঠনকে আবার নতুন করে সাজালেন তৃণমূল নেত্রী। সেক্ষেত্রে ঝাড়গ্রামের তৃণমূল জেলা সভাপতির দায়িত্বে এসেছেন দুলাল মূর্মু। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে জঙ্গলমহলে তৃণমূল জনমত হারিয়েছে। যা উঠে এসেছে লোকসভা নির্বাচনের ফলাফলে। এই পরিস্থিতিতে বিধানসভার নির্বাচনে জঙ্গলমহলে আবারও জমি ফিরে পেতে ছত্রধর মাহাতোকে তৃণমূলের মুখ করে সেখানকার মাটি শক্ত করতে চাইছে ঘাসফুল শিবির। তবে এবার নজর থাকবে ছত্রধর মাহাতো জঙ্গলমহলে তাঁর পুরনো ম্যাজিক কিভাবে কার্যকর করেন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!