এখন পড়ছেন
হোম > জাতীয় > রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত শুরু হতে বিস্ফোরক মমতা, কি বললেন! জেনে নিন!

রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত শুরু হতে বিস্ফোরক মমতা, কি বললেন! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পরেই নানা মহলে তদন্তের দাবি উঠেছে। তবে এই পরিস্থিতিতে সেই গোটা ঘটনায় শুরু হয়েছে সিবিআই তদন্ত। কিন্তু এত বড় রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, এই ঘটনায় সিবিআই কি করবে!

প্রসঙ্গত, এদিন রেল দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই নেতাজি ইন্ডোর থেকে সিবিআই তদন্ত নিয়ে বড় প্রশ্ন তুলে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এটা বিংশ শতাব্দীর সবথেকে বড় রেল দুর্ঘটনা। কিন্তু সেটাকে সব সময় ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা। আজকে যাদের পরিবার তাদের কাছের মানুষকে হারিয়েছে, তারা কৈফিয়ৎ চাইবেন। আজকে এই ঘটনায় সিবিআই তদন্ত। এখানে সিবিআই কি করবে! সিবিআই তো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে তদন্ত করে।”

একাংশের প্রশ্ন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন এবং যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, তখন বিভিন্ন ঘটনাতে সিবিআই তদন্তের দাবি করতেন। ফলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখন উল্টো কথা বলছেন, সেটাই সন্দেহের বিষয়। তবে তদন্ত যখন চলছে, তখন সেই তদন্তের সময় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মন্তব্য না করে সত্য উদঘাটনের দিকে নজর রাখা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!