এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোট কবে? আজই বড় পদক্ষেপ কমিশনের! চূড়ান্ত তৎপরতা রাজনৈতিক মহলে!

লোকসভা ভোট কবে? আজই বড় পদক্ষেপ কমিশনের! চূড়ান্ত তৎপরতা রাজনৈতিক মহলে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো লোকসভা ভোটের দিন ঘোষণার অপেক্ষায় না থেকে তাদের প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বিভিন্ন পর্যায়ে বৈঠক এবং আলোচনা করলেও নির্বাচনের দিন কিন্তু ঘোষণা করেনি। স্বাভাবিক ভাবেই সকলের মধ্যে একটাই প্রশ্ন যে, কবে হবে লোকসভার নির্বাচন হবে? তাই রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক, সকলের নজর নির্বাচন কমিশনের সেই দিনক্ষণ ঘোষণার দিকে রয়েছে। আর তার মাঝেই আজ বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে আজ প্রায় 2 হাজার পর্যবেক্ষকের সঙ্গে তারা বৈঠক করতে চলেছে। আর তারপরেই খুব দ্রুত ঘোষণা হতে চলেছে দেশের লোকসভা নির্বাচনের।

তবে এর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। কিন্তু এখনও পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে ঘোষণা হওয়ার যে সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু চলতি সপ্তাহেই একটা বড় আভাস পাওয়া যেতে পারে।সূত্রের খবর, আজ 2 হাজার পর্যবেক্ষকের সঙ্গে নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে একটি বৈঠক করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর তারপরেই আগামী কাল এবং পরশু জম্মু-কাশ্মীরে তাদের একটি কর্মসূচি রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। আগামী 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যেই দেশের লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে যাবে। এখনও পর্যন্ত তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই সকলের মধ্যেই একটা আশা তৈরি হয়েছে যে, চলতি সপ্তাহেই কবে লোকসভা নির্বাচন হবে, সেই সম্পর্কে চূড়ান্ত খবর সামনে চলে আসবে। তাই রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, সকলেই এই লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রবল উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। দিন ঘোষণার আগেই যেভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে তরজা শুরু হয়েছে, তাতে দিন ঘোষণা হয়ে গেলে তা যে আরও বৃহৎ জায়গায় পৌঁছবে, সেটা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ঘোষণা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইস্তেহার প্রকাশের দিকে নজর দিয়েছে। প্রত্যেকের মধ্যেই একটা সাজোসাজো রব। দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। তবে অপেক্ষা শুধু দিন ঘোষণার। আর তারপরেই বিভিন্ন নিয়ম লাগু করে পাকাপাকি ভাবে দেশের লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে যাবে। তাই শুধু নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা। আর সেটা চলতি সপ্তাহে হয়ে গেলে রাজ্য থেকে জাতীয় রাজনীতি, সব জায়গাতেই দ্রুত পারদ চড়তে শুরু করবে‌। তবে কোন রাজ্যে কত দফায় নির্বাচন হয় এবং কবে থেকে শুরু হয় লোকসভা নির্বাচন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!