এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মুসলিমদের পর আক্রমনের মুখে খ্রিস্টানরাও! জিনপিংয়ের চীনে নতুন নির্দেশিকা শুনলে চমকে যাবেন!

মুসলিমদের পর আক্রমনের মুখে খ্রিস্টানরাও! জিনপিংয়ের চীনে নতুন নির্দেশিকা শুনলে চমকে যাবেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –পৃথিবীর মানচিত্রে আজ যতগুলি দেশ লালশালুতে মোড়া অর্থাৎ কমিউনিস্ট দেশ আমাদের চোখে পরে তাদের মধ্যে অন্যতম হলো চীন । রাষ্ট্রবিজ্ঞানের বইতে আমরা দেখেছি, কমিউনিস্ট শাসন হলো জনগণের শাসন, সর্বহারার শাসন, সকলের সমান অধিকারের শাসন, সকলের সুখ-শান্তির শাসন। কিন্তু কমিউনিস্ট চীনের বাস্তব চিত্র যে পুরোটাই আলাদা, সেকথা সংবাদপত্র এর পাতা, টিভির পর্দা বারবার বলে যায়।

শোনা যায় চিনে কমুনিসম এর মোড়কে চলে একনায়কতন্তের শাসন। সংবাদপত্রের কণ্ঠরোধ করে তা বিশ্ববাসীর কাছে অজানা রাখা হয়। তবু চীনের শাসকের অত্যাচার এর কথা কখনো চীনের মর্মর প্রাচীর আর কাঁটাতারের জাল ভেদ করে অন্য দেশেও ছড়িয়ে পরে। চীনের উইঘর প্রদেশে সংখ্যালঘুদের উপর চীন সরকার এর নিদারুন অত্যাচারের কথা এর আগে বহুবার শোনা গেছে । সংখ্যালঘুদের হত্যা, অঙ্গহানি , মাসজিদ ভেঙে দেওয়ার কথা আগে শোনা গিয়েছিলো , এখন চীন সংখ্যালঘুদের পাশাপাশি খ্রিস্টানদের উপর অত্যাচার করতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাষ্ট্রপতি সি. জিনপিং চীনের খ্রিস্টানদের ওপরে এক নতুন নির্দেশিকা জারি করেছেন – যেখানে বলা হয়েছে, কোন ক্রিস্টেনের ঘরে যিশুখিস্টের ছবি রাখা চলবে না, এমনকি রাখা যাবে না খ্রিস্টান ধর্মের প্রতীক ক্রস চিহ্ন।পরিবর্তে ঘরে ঘরে রাখতে হবে রাষ্ট্রপতি জিনপিং এর ছবি। এমনকি চীনের কমিউনিস্ট পার্টি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় এর লোকেদের নির্দেশ দিয়েছে, বাড়ি থেকে যিশুখ্রিস্টের ছবি, ক্রস সরিয়ে রাখতে হবে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে তুং এর কবি ও জিনপিং এর ছবি। এর সঙ্গেই চীনের চার রাজ্যের শতাধিক গির্জা থেকে ধর্মীয় প্রচার বন্ধের আদেশ দেওয়া হয়েছে, অভিযোগ বেশ কিছু চার্চে ক্রস চিহ্ন ভেগে দেওয়া হয়েছে।

 

সরকারের এই নিপীড়ন স্বভাবতই চিনে বসবাসকারী খ্রিস্টানরা মেনে নিতে পারে নি। প্রতিরোধ, শুরু হয়েছে বিক্ষোভ, যার জেরে আরো বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে চীন সরকার। সংবাদসূত্রে জানা গেছে, শিবান গির্জার বাইরে একটি বিশাল ক্রস চীনের সরকারি কর্মকর্তারা ভেঙে দিয়েছে।

অন্যদিকে, মারণ করোনা ভাইরাসের প্রস্তুতকারী হিসেবে অনেক দেশই আঙ্গুল তুলেছে চীনের প্রতি। এই অপবাদ ঢাকতে চীন ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ শুরু করেছে , ইন্ধন দিয়েছে নেপালকেও। এই সমস্ত অন্যায়ের ফলে সারা বিশ্বের কাছে চীন যখন কোনঠাসা, সেসময় খ্রিস্টানদের উপরে এই অমানবিক নির্যাতন চীন সরকারকে যে আরো কালিমালিপ্ত করবে, সেবিষয়ে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!