এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের লক্ষ্যে ঘাসফুলে রদবদল: একনজরে দেখে নিন কোন বিধানসভার দায়িত্ব কাকে দিলেন তৃণমূল নেত্রী

একুশের লক্ষ্যে ঘাসফুলে রদবদল: একনজরে দেখে নিন কোন বিধানসভার দায়িত্ব কাকে দিলেন তৃণমূল নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আজ এক দলীয় বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা চলছিলই, আর সেই জল্পনাকে মান্যতা দিয়ে – দলের একাধিক সাংগঠনিক পরিবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবর্তনের পরে কোন বিধানসভার দায়িত্বে কে, দেখে নিন একনজরে –

১. আলিপুরদুয়ার
প্রকাশ চিকবারিক – আলিপুরদুয়ার, মাদারিহাট, ফালাকাটা
পাসাং লামা – কালচিনি, কুমারগ্রাম

২. কুচবিহার
উদয়ন গুহ – দিনহাটা, সিতাই, তুফানগঞ্জ, নাটাবাড়ি
অর্ঘ্য রায়প্রধান – মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, শীতলকুচী, কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ

৩. জলপাইগুড়ি
চন্দন ভৌমিক – নাগরাকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ডাবগ্রাম ফুলবাড়ি
মিতালী রায় – ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাল

৪. দার্জিলিং (সমতল)
নিখিল সাহানি – শিলিগুড়ি, মাটিগড়া নক্সালবাড়ি, ফাঁসিদেওয়া

৫. উত্তর দিনাজপুর
মনদেব সিনহা – ইটাহার, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ, করণদিঘী
মোশারফ হোসেন – চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া

৬. দক্ষিণ দিনাজপুর
সুভাষ চাকী – বালুরঘাট, কুমারগঞ্জ, তপন
ললিতা টিগ্গা – কুশমান্ডি, হরিরামপুর, গঙ্গারামপুর

৭. মালদা
মানব ব্যানার্জি – হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, রতুয়া
দুলাল সরকার – ইংলিশবাজার, মালদা, গাজোল, হাবিবপুর
অম্লান ভাদুড়ী – মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর

৮. মুর্শিদাবাদ
অশোক দাস – মুর্শিদাবাদ, হরিহরপাড়া, কান্দি, ভরতপুর, ডোমকল
খলিলুর রহমান – ফারাক্কা, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, নবগ্রাম, খড়গ্রাম, জলঙ্গী
অরিত মজুমদার – বড়ঞা, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, নওদা
সৌমিক হোসেন – সামশেরগঞ্জ, সাগরদীঘি, ভগবানগোলা, রাণীনগর

৯. নদীয়া
নাসিরুদ্দিন আহমেদ – করিমপুর, তেহট্ট, কালীগঞ্জ, পলাশীপাড়া, নাকাশিপাড়া, চাপড়া
দীপক বসু – কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, কৃষ্ণগঞ্জ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম
আবীররঞ্জন বিশ্বাস – রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা

১০. বীরভূম
অসিত মাল – বোলপুর, নানুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর
অভিজিৎ সিংহ – হাঁসান, মুরারই, নলহাটী, রামপুরহাট, সিউড়ি, লাভপুর, দুবরাজপুর

১১. বাঁকুড়া
সুব্রত দড়িপা – বাঁকুড়া, ছাতনা, শালতোড়া, তালড্যাংরা
গুরুপদ মেটে – বিষ্ণুপুর, ইন্দাস, সোনামুখী, কোতুলপুর, ওন্দা, বড়জোড়া
মৃত্যুঞ্জয় মুর্মু – রাইপুর, রানীবাঁধ

১২. ঝাড়গ্রাম
উজ্জ্বল দত্ত – নয়াগ্রাম, বিনপুর
অজিত মাহাতো – ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১৩. পশ্চিম বর্ধমান
হরেরাম সিং – আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, পাণ্ডবেশ্বর, রাণীগঞ্জ, জামুরিয়া
বিশ্বনাথ পাড়িয়াল – দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, কুলটি, বারবনি

১৪. পশ্চিম মেদিনীপুর
মানস ভূঁইয়া – কেশিয়ারী, নারায়ণগড়, দাঁতন, সবং, পিংলা
শিউলি সাহা – ঘাটাল চন্দ্রকোণা, গড়বেতা, কেশপুর, ডেবরা
প্রদীপ সরকার – মেদিনীপুর, খড়্গপুর সদর, খড়্গপুর, দাসপুর, শালবনী

১৫. পূর্ব বর্ধমান
উজ্জ্বল প্রামানিক – বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, কালনা, কাটোয়া, জামালপুর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ
সুভাষ মণ্ডল – ভাতার, আউশগ্রাম, কেতুগ্রাম, মেমরি, মন্তেশ্বর, মঙ্গলকোট
অলোক মাজি – গলসী, খণ্ডঘোষ, রায়না

১৬. পুরুলিয়া
সুজয় ব্যানার্জি – পুরুলিয়া, বাঘমুন্ডি, মানবাজার
সুশেন মাঝি – জয়পুর, বলরামপুর, কাশিপুর
মীনু বাউরি – পারা, বান্দোয়ান, রঘুনাথপুর

১৭. কলকাতা-উত্তর
নয়না বন্দ্যোপাধ্যায় – চৌরঙ্গী, মানিকতলা
অতীন ঘোষ – শ্যামপুকুর, কাশিপুর বেলগাছিয়া, জোড়াসাঁকো
জীবন সাহা – বেলেঘাটা, এন্টালি

১৮. কলকাতা-দক্ষিণ
রত্না শুর – বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কসবা
বৈশ্বানর চ্যাটার্জি – কলকাতা বন্দর, বালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী

১৯. দক্ষিণ ২৪ পরগণা
মন্টুরাম পাখিরা – সাগর, কাকদ্বীপ, রায়দিঘি, মন্দিরবাজার, পাথরপ্রতিমা, কুলপি, মগরাহাট পশ্চিম, বাসন্তী, গোসাবা
দিলীপ মণ্ডল – বিষ্ণুপুর, ফলতা, ডায়মন্ড হারবার, মহেশতলা, যাদবপুর, টালিগঞ্জ, সাতগাছিয়া, বজবজ, মেটিয়াবুরুজ
পরেশরাম দাস – ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, জয়নগর, কুলতলি, ভাঙড়, বারুইপুর পূর্ব, মগরাহাট পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ

২০. উত্তর ২৪ পরগণা
দীনেশ ত্রিবেদী – ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, পানিহাটি, ব্যারাকপুর, খড়দা, বিধাননগর
পার্থ ভৌমিক – বীজপুর, নৈহাটী, কামারহাটি, আমডাঙা, দমদম, দমদম উত্তর
দেবেশ মণ্ডল – বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখাঁ
নারায়ণ গোস্বামী – বরানগর, রাজারহাট নিউটাউন, মধ্যমগ্রাম, হাড়োয়া, রাজারহাট গোপালপুর, বারাসত, হাবড়া, অশোকনগর, দেগঙ্গা, বাদুড়িয়া
গোপাল শেঠ – বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, বাগদা, স্বরূপনগর

২১. হাওড়া (শহর)
রাজীব ব্যানার্জি – পাঁচলা, জগৎবল্লভপুর, ডোমজুড়, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর

২২. হাওড়া (গ্রামীণ)
সমীর পাঁজা – উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব, উদয়নারায়ণপুর, সাঁকরাইল
অরুনাভ সেন – আমতা, বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া উত্তর

২৩. হুগলী
অপরূপা পোদ্দার – তারকেশ্বর, হরিপাল, আরামবাগ, গোঘাট, পুড়শুড়া, খানাকুল
স্নেহাশীষ চক্রবর্তী – উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা
বেচারাম মান্না – সপ্তগ্রাম, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, চন্দননগর, সিঙ্গুর

২৪. পূর্ব মেদিনীপুর
অখিল গিরি – রামনগর, এগরা, পটাশপুর, চণ্ডীপুর
অর্ধেন্দু মাইতি – কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর
আনন্দময় অধিকারী – তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, মহিষাদল, হলদিয়া, নন্দকুমার, ময়না

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!