এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে জিতেও ইভিএম খোঁচায় বিদ্ধ বিজেপি, জল্পনা উস্কে দিলেন মমতা ব্যানার্জির ‘বন্ধু’

কর্নাটকে জিতেও ইভিএম খোঁচায় বিদ্ধ বিজেপি, জল্পনা উস্কে দিলেন মমতা ব্যানার্জির ‘বন্ধু’

কর্ণাটক নির্বাচনের ফলাফলে একক বৃহত্তম দল হয়েও সরকার ঘঠনের পথে অন্তরায় দেখা দিচ্ছে বিজেপি দলের। কারণ বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ইভিএম যন্ত্রে কারচুপি করে ভোট ব্যাংক লুট করেছে তারা। এই রকম একটা সংশয় কংগ্রেস দলের অনেক আগে থেকেই ছিলো। এতে মদত জোগালেন  উদ্ধব ঠাকরে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সম্প্রতি তিনি এই নিয়ে নিজের উষ্মা প্রকাশ করেছেন। শিব সেনা প্রধান বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ করেই বললেন একবারের জন্য ইভিএমে নয়, ব্যালটে নির্বাচন লড়ুক বিজেপি তাহলেই বোঝা যাবে কোথায় কোন গোপন অঙ্ক লুকিয়ে রয়েছে। শিব সেনা প্রধানের এহেন বক্তব্যের পরে কংগ্রেস শিবির একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেললও। এই  প্রসঙ্গে কংগ্রেস নেতা মোহন প্রকাশ কোউতুহলের সুরে প্রশ্ন করলেন, “দেশে হেন কোনও দল নেই যারা ইভিএম নিয়ে প্রশ্ন তোলেনি। এমনকী বিজেপিও অতীতে সে প্রশ্ন করেছে। আমি তো প্রথম দিন থেকেই ইভিএম-এর বিরোধিতা করছি। সবাই যখন এই নিয়ে প্রশ্ন তুলছে, তাহলে ব্যালটে ভোট করাতে বিজেপির অসুবিধা কী ছিল?”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!