শেষ দফার ভোটযুদ্ধ লাইভ – কি ঘটল বিকেল ৪:৩০ টা পর্যন্ত? দেখে নিন একনজরে কলকাতা নদীয়া-২৪ পরগনা বিশেষ খবর রাজ্য May 19, 2019 আজ সারা দেশের সঙ্গে বাংলাতেও শেষ হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোট হচ্ছে কলকাতা ও সংলগ্ন ৯ হেভিওয়েট কেন্দ্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সায়ন্তন বসু, শমীক ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ফুয়াদ হালিম, অনুপম হাজরা সহ একঝাঁক হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা আজ। একইসঙ্গে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন – যেখানে ভাগ্যপরীক্ষা হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, মদন মিত্র বা অর্জুন সিংয়ের পুত্র পবন সিংয়ের মত হেভিওয়েটদের। আর তাই, একনজরে দেখে নিন শেষ খবর পাওয়া পর্যন্ত কোথায় কি ঘটল তার লাইভ আপডেট – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - # অগ্নিগর্ভ ভাটপাড়া – তৃণমূল প্রার্থী এলাকায় ঢুকতেই তীব্র বোমাবাজি শুরু, আতঙ্কিত ভোটাররা বাড়ি ফিরে যাচ্ছেন ভয়ে, এলাকা ঘিরে ফেলেছে বিশাল পুলিশ বাহিনী, ঘটনায় কারা যুক্ত এখনও অজানা # উত্তর কলকাতার শ্যামপুকুরে বিজেপি প্রার্থী রাহুন সিনহাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের, গো ব্যাক স্লোগান বুথে # ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুড়, বিজেপির লোকজনই গাড়ি ভেঙেছে, বিস্ফোরক দাবি বিজেপি কর্মীদেরই # শাসনে বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ আধাসেনার বিরুদ্ধে, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত কুইক রেসপন্স টিমও, এলাকায় ধুন্ধুমার # পানিহাটিতে তৃণমূলের বুথ ভাংচুরের অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনা # গিরিশ পার্কে বোমাবাজি, পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী # ভাটপাড়া উপনির্বাচনে মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসা শুরু # কুলতলিতে বিজেপি এজেন্টকে বের করে দিলে বুথে গিয়ে বসিয়ে এলেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি # ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে উত্তেজনা – ছাপ্পা ভোট ও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে, বোমাবাজি সঙ্গে সংবাদমাধ্যমের উপর আক্রমন # ভাটপাড়ায় উলটপুরাণ! তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ, বসাতে ছুটলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র # যাদবপুরে ছাপ্পা ভোট দেওয়া ধরে ফেলতেই বিজেপি প্রার্থী অনুপম হাজরার গাড়ি ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # ভাঙড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য # মিনাখাঁয় বিজেপি সমর্থকদের ভোটদানে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটাররাই রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন, ছুটে গেলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু, পুলিশ গিয়ে ভোটারদের বুথে নিয়ে গেলেন # দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছেন ও তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দিয়েছেন বলে অভিযোগ আনলেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর # তিলজলায় ছাপ্পার খবর পেয়ে বুথে পৌঁছালে বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ-ইঁটবৃষ্টি, ইঁটের আঘাতে আহত দুই বিজেপি কর্মী সহ এক চিত্র সাংবাদিক # কার্যত নজরবন্দি অর্জুন সিং, মদন মিত্রের অভিযোগের পর অর্জুনকে অযথা বাড়ি থেকে না বেরনোর নির্দেশ পুলিশের, পালটা হুমকি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং # অশোকনগরের ১০ নম্বর ওয়ার্ডে বামেদের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # জয়নগরে মুড়ি-বাতাস বিলিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল # দমদমে ইভিএম খারাপ হওয়ায় তৃণমূল কাউন্সিলরের চূড়ান্ত হুমকি প্রিসাইডিং অফিসারকে, সংবাদমাধ্যমের সামনে প্রাণভয়ে কান্নায় ভেঙে পড়লেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার # নিউটাউনের বালিগড়ি এলাকায় দুটি পরিত্যক্ত রঙের বালতি ঘিরে বোমাতঙ্ক # ডায়মন্ড হারবারে নূরপুরে অশান্তি ছড়ানোর অভিযোগে মহিলাকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু # অশান্তির ছবি বিধানসভা উপনির্বাচনেও – বিজেপি সমর্থিত জিএনএলএফ প্রার্থী নীরজ জিব্বার বিরুদ্ধে তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী বিনয় তামাংয়ের এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ # যাদবপুরে ‘গান্ধীগিরি’ তৃণমূলের, ক্যাম্প অফিস থেকে ভোটারদের গোলাপ বিতরণ # দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় ভোট দিতে গেলে তাঁর কাছে ভোটার কার্ড দেখতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তৃণমূল প্রার্থী দেখাতে অস্বীকার করলে তীব্র বচসা শুরু # হিংসার কবলমুক্ত নয় বাংলার শেষ দফার নির্বাচনও – মথুরাপুরের রায়দিঘির সাতদিঘি এলাকায় বোমাবাজি ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ # খোদ কলকাতার একাধিক বুথে বিরোধী এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে # তৃণমূলের বর্তমান অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে জানালেন তৃণমূল ৪২ এ ৪২ ই পাবে # সকাল ৯ টা পর্যন্ত কমিশনে জমা পড়া ১৪ টি অভিযোগের মধ্যে ৪ টিই ভাঙড় থেকে # ভয় দেখানোর অভিযোগ উড়িয়ে তৃণমূল আরাবুল ইসলামের দাবি বিরোধী এজেন্টদের বা ভোটারদের কোনো হুমকি দেওয়া হয় নি, মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছে # ভাঙড়ে ‘কাজ শুরু’ আরাবুল-বাহিনীর বলে বিরোধীদের অভিযোগ, গতকাল রাত থেকেই বাড়ি বাড়ি গিয়ে হুমকির ফলে বুথমুখো হচ্ছেন না ভোটাররা, খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী # বেলগাছিয়ায় সিপিএম কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # উত্তর কলকাতায় বেশকিছু বুথে সিপিএম এজেন্টদের বসতে না-দেওয়ার অভিযোগে বেলগাছিয়ায় রাস্তায় বসে পড়লেন সিপিএম প্রার্থী কনীনিকা ঘোষ # জয়নগরের জলাবেড়িয়ার ৬০ ও ৬১ নং বুথে বুজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # ভোট শুরুর আগেই উত্তপ্ত নিউটাউন, বিজেপির ক্যাম্প অফিসে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # ভোট গ্রহণ কেন্দ্র থেকে ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন আপনার মতামত জানান -