এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুর নিয়ে এবার বড়োসড়ো সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে

ভবানীপুর নিয়ে এবার বড়োসড়ো সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল হতে চলেছে ভবানীপুরের বহু প্রতীক্ষিত উপনির্বাচন। যেখানে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, আগামীকাল ভবানীপুরের সঙ্গে সঙ্গে উপনির্বাচন রয়েছে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। তবে স্বাভাবিকভাবেই ভবানীপুরকে নিয়ে যতটা রাজনীতির পারদ উঠতে শুরু করেছে, বাকিগুলোকে নিয়ে তা নয়। এবার ভবানীপুরের নিরাপত্তা নিয়ে বিশেষ কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে যে, বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হবে। সমস্ত বুথে করা হবে ওয়েব কাস্টিং। ভবানীপুরে ২৮৭ টি বুথ রয়েছে। প্রত্যেকটি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। এছাড়া কুইক রেসপন্স টিম এলাকায় টহল দেবে। সমস্ত বুথের বাইরে পুলিশ থাকবে। মোট ৩৮ টি জায়গায় পুলিশ পিকেটিং থাকবে। এর সঙ্গে ৩০ টি মোবাইল ভ্যান রাখা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো নিরাপত্তারক্ষী বন্ধুক বা কোনো অস্র নিয়ে প্রবেশ করতে পারবেন না। গতকাল সন্ধে সাড়ে ছটা থেকে শুরু করে আগামীকাল ভোট শেষ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। বুথের সামনে ৫ জনের বেশী মানুষ একসঙ্গে জড়ো হতে পারবেন না। কোন রকম পাথর, অস্ত্র, বাজি, বিস্ফোরক নিয়ে বুথের সামনে আসতে দেওয়া হবে না।

এভাবেই ভবানীপুরের নিরাপত্তা নিয়ে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আবার ভবানীপুরে বৃষ্টির হাত থেকে ইভিএম মেশিন গুলোকে রক্ষা করতে পলিথিন ব্যাগ দেওয়া হল। সমস্ত ভোটকর্মীদের রেনকোট দেয়া হচ্ছে। যে সমস্ত জায়গায় জল জমে যায় সেগুলোকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত জায়গায় পাম্প করে জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অতিরিক্ত জল থাকলে সেখানে ভোটারদের পৌঁছে দেবার জন্য নৌকার ব্যবস্থাও করতে চলেছে নির্বাচন কমিশন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!