এখন পড়ছেন
হোম > জাতীয় > ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ উদ্যোগ সেনাবাহিনীর

ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ উদ্যোগ সেনাবাহিনীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বুধবার সন্ধ্যার সময় আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় যশের। জানা গেছে দীঘা-শঙ্করপুর উপকূলে এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গতকাল থেকে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। অল্প সময়ের মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া। আগামী বুধবার সন্ধ্যায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ। ঝড়ের সময় সমুদ্রের জলস্তর কুড়ি ফুট পর্যন্ত উপরে চলে যাবার আশঙ্কা রয়েছে।

এই বিপর্যয় মোকাবিলায় এবার মাঠে নামল ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর আট কলাম সেনা ও দুটি ইঞ্জিনিয়ার টাস্কফোর্স বিশেষ ভাবে প্রস্তুত রয়েছে। যারা এরমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন। ঝড়ের সময় উদ্ধার কাজের প্রয়োজন হলে ঝাঁপিয়ে পড়বে সেনাবাহিনী। তাই আরো অধিক পরিমাণে সেনা মোতায়েন করার সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতবছরের আমফানের স্মৃতি এখনো আশঙ্কিত রেখেছে। তাই ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় সমস্ত রকম শক্তি দিয়ে নামতে চাইছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে রাজ্যের বৈঠক হয়েছে। উত্তর প্রদেশ থেকে পাঁচটি বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম রাজ্যে আসতে চলেছে। ড্রোনের দ্বারা উপকূলবর্তী এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর নজরদারি শুরু হয়েছে।

অন্যদিকে, ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় লালবাজারে বিশেষ টিম গঠন করা হল। পুলিশ কমিশনারের নেতৃত্বে এই টিম কাজ করবে। কাল থেকেই এই টিম কাজ শুরু করে দেবে বলে জানা হচ্ছে। এই টিমে থাকবেন সেনা, এনডিআরএফ, বিএসএনএলের বরিষ্ঠ আধিকারিকরা, পূর্ত দপ্তর, সিএসসির একাধিক আধিকারিকও এই টিমে থাকতে চলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!