এখন পড়ছেন
হোম > জাতীয় > কোন উদ্দেশ্য নিয়ে দুর্গাপুজোতে কোলকাতায় পা রাখতে চলেছেন রাহুল? জল্পনা তুঙ্গে

কোন উদ্দেশ্য নিয়ে দুর্গাপুজোতে কোলকাতায় পা রাখতে চলেছেন রাহুল? জল্পনা তুঙ্গে


রাজ্য রাজনীতির জল্পনা বাড়িয়ে দুর্গাপুজোর মরশুমেই কোলকাতা সফরে আসছেন জাতীয় কংগ্রেস সুপ্রিমো। এমনটাই জানা গেল প্রদেশ কংগ্রেস সূত্র থেকে। এদিন তুঘলক রোডের বাসভবনে নবগঠিত প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন রাহুল গান্ধী। সেখানেই তাকে অনুরোধ করা হয় কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের তরফ থেকে। তারপরই তিনি এই অনুরোধ গ্রহন করে নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে জানিয়ে দেন ১৭ অক্টোবর অর্থাৎ অষ্টমীর দিন কোলকাতায় আসছেন। কোলকাতার পুজো উপভোগ করার পাশাপাশি বাংলার মানুষের সঙ্গে কথা বলার সুযোগটাও নেবেন তিনি। লোকসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতে এ এক অভিনব উদ্যোগ নিয়েছেন জাতীয় কংগ্রেস সেনাপতি। উৎসবের মরুশুমে রাহুল গান্ধীকে স্বাগত জানাতে কোনো খামতি রাখবে না প্রদেশ কংগ্রেস। এমনটাই জানা গিয়েছে কংগ্রেসের সূত্র থেকে।

এদিকে প্রদেশ কংগ্রেসের কুর্সিতে সদ্য বসে জাতীয় কংগ্রেস সুপ্রিমোকে পুজোর সময় কোলকাতা টেনে আনার খবর প্রকাশ্যে আসার পরই দলীয় কর্মীদের থেকেই প্রশংসা কুড়ালেন সোমেন মিত্র। কারণ লোকসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। এরকম সময়ে রাহুল গান্ধীর শহরে আসার মধ্যে আলাদা তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পুজো দেখার পাশাপাশি জনসংযোগ তৈরি করতে বাড়তি সচেষ্ট থাকবেন কংগ্রেস সুপ্রিমো। টার্গেট করা হচ্ছে সোমেন গড় কলেজ স্কোয়ারকে। পুজোর সময় জমাটি ভীড় হয় এই চত্বরে। সেখানেই তাকে আনা হচ্ছে বলে কংগ্রেস সূত্র থেকে আঁচ পাওয়া গিয়েছে। জল্পনা,লোকসভা ভোটের আগে নিজের এলাকার দলীয় সংগঠনকে আরো পোক্ত করতে এ পদক্ষেপ নিয়েছেন সোমেন মিত্র। কারণ প্রদেশ কংগ্রেস সভাপতির ক্ষমতায় আসার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের আঙুল উঠেছে তাঁর বিরুদ্ধে। নিজের কাঁধ থেকে অভিযোগের বোঝা কমাতে রাহুল গান্ধীকে সামনে রেখেই সংগঠন মজবুত করতে উদ্যোগ নিলেন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাছাড়া সংগঠনকে আরো শক্তিশালী করতে জাতীয় কংগ্রেস সুপ্রিমোর বার্তা বিশেষ মাত্র যোগ করবে। ফলত গোষ্ঠীদ্বন্দ্বকে এড়ানো সহজ হবে বলেই মনে করেছেন সোমনে বাবু। তাছাড়া বিরোধীদের সামনে বাড়তি চাপ সৃষ্টি করার প্ল্যানও রয়েছে প্রদেশ কংগ্রেসের। রাহুল গান্ধী পুজোর সময় কোলকাতায় আসলেও বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে। বিজেপি বিরোধী জোট গঠনে তৃণমূল না সিপিএম কার হাত ধরলে বেশি লাভবান হবে কংগ্রেস তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। সুতরাং দুর্গাপুজোকে সামনে রেখে কোলকাতার মাটিতে পা রাখলেও আদতে রাহুল গান্ধীর এই সফরে কোনো পুজোর গন্ধই থাকছে না। এই মুহূর্তে জাতীয় কংগ্রেস সুপ্রিমোর এই রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জোর চর্চা চলছে রাজ্যরাজনীতির অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!