এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী, প্রশংসা থেকে বিরোধিতা সর্বত্র

করোনা নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী, প্রশংসা থেকে বিরোধিতা সর্বত্র


করোনার মত ভয়াবহ রোগকে আটকাতে প্রথম থেকেই উদ্যোগী ভূমিকা নিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজে রাস্তায় নামা থেকে শুরু করে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন, বাজার পরিদর্শন করে গণ্ডি আঁকতেও দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। যা দেখে তার ভূয়সী প্রশংসা করেছিলেন সকলে। তবে সম্প্রতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার অনেকটাই ব্যর্থ বলে নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছে।

আর সমালোচক মহলের একাংশ যখন এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনায় মুখর, ঠিক তখনই রাস্তায় নামতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন থেকে বেরিয়ে রাজাবাজার, পার্ক সার্কাস তোপসিয়া এবং ট্যাংরার মাঠপুকুর ড়য়ে রাসবিহারী এভিনিউয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। যেখানে তার সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার সহ পুলিশের অন্যান্য কর্তারা। আর সেখানেই রাস্তায় রাস্তায় গাড়িতে বসে মাইকে সাধারণ মানুষকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্ক সার্কাসে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে বসেই মাইকে বলেন, “কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে নিয়ে আমরা এই সমস্ত এলাকা পরিদর্শন করতে এসেছি। আপনারা ঘরবন্দি আছেন। লকডাউন চলছে। খুব অসুবিধা হচ্ছে। এই অসুবিধার মধ্যে আমি নিজে বাইরে বেরোলেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না। আপনাদের খোঁজ নিতে এসেছি। সকলকে অনুরোধ, দয়া করে এই কটা দিন কষ্ট করে একটু বাড়িতে থাকবেন। আপনার নিঃশ্বাস, আপনারা যাতে অন্য কাউকে রোগগ্রস্ত করতে না পারে, সেদিকে নজর রাখবেন। পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। করোনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একে অপরের সঙ্গে দূরত্ব মেনে চলবেন।”

অন্যদিকে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা পেতে পুলিশকে জানানোর জন্যেও সকলকে অনুরোধ করেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরিয়ে মাইকের মাধ্যমে মানুষকে সচেতন করলেও, তা নিয়ে এবার তার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। এদিন তিনি বলেন, “সঙ্গে অনেক পুলিশ, অনেক ক্যামেরা, লকডাউনের মধ্যে নিজে বারবার বেরিয়ে অন্যদের লকডাউন মানতে বলার দরকার কি! নিজের প্রশাসনের ওপর কি মুখ্যমন্ত্রীর ভরসা নেই!”

অন্যদিকে এই ব্যাপারে রাজ্যের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, “মুখ্যমন্ত্রী বারবার রাস্তায় বেরোলে বাকিরা উপকৃত হতে পারেন। ভলেন্টিয়াররা কাজ করতে পারেন। সেটা করতে মুখ্যমন্ত্রী নিজে গেলে কি খুব কাজের কাজ হয়, নাকি বিজেপির ফাঁদেই পা দিয়ে ফেলা হয়!” মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী কেন ইন্সপেক্টরের ভূমিকা পালন করছেন বলে সরব হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নেমেছেন‌। কিন্তু করোনা মোকাবিলায় তিনি যেভাবে রাস্তায় নামছেন, তাতে বিরোধীরা তার দিকে প্রশ্ন করে তিনিই নিয়ম ভাঙছেন বলে পাল্টা সরব হচ্ছেন। তাই এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় না নেমে পুলিশ প্রশাসন বা অন্যান্যদের দিয়ে গোটা ব্যবস্থা সামলালে অবস্থা অনেকটাই আয়ত্তে আসবে বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!