এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালকে প্রেসিডেন্সি জেলে পোড়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের, কি প্রতিক্রিয়া বিজেপির?

রাজ্যপালকে প্রেসিডেন্সি জেলে পোড়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের, কি প্রতিক্রিয়া বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্যপালকে একেবারে প্রেসিডেন্সি জেলে পোড়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের সদস্যদের উদ্দেশ্যে তিনি জানালেন, রাজ্যপালের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিভিন্ন থানায় ডায়েরি করে রাখতে। যা দিয়ে এখনই কিছু করা যাবে না। কিন্তু যেদিন রাজ্যপালের মেয়াদ শেষ হবে। সেদিনই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁকে প্রেসিডেন্সি জেলে পোড়া হবে। রাজ্যপালের বিরুদ্ধে কল্যান বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিষেদাগারের পর, তার পাল্টা বক্তব্য রাখলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়া দেবার মত কোন ভাষা জানা নেই তাঁর। এত বিদ্যা বুদ্ধিও তাঁর নেই। কল্যান বন্দ্যোপাধ্যায় পেশায় একজন আইনজীবী। রাজ্য সরকারের একাধিক মামলায় তিনি লড়াই করছেন। বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসকে আত্মপক্ষ সমর্থন তাঁর চেহারায় স্পষ্ট হয়ে উঠেছে। তিনি জানালেন, সাংবিধানিক প্রধানকে এভাবে সরাসরি আক্রমণ করার অর্থই হলো সংবিধানের ওপরে আক্রমণ করা।

এটাই যদি তৃণমূল কংগ্রেসের বক্তব্য হয়ে থাকে, তবে ধরে নিতে হবে ভারতীয় সংবিধানের ওপর কোনো আস্থা নেই তৃণমূলের। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে সাংবিধানিক ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিতে চাইছে তৃণমূল। যা তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি একজন তৃণমূল সাংসদ ও তৃণমূলের নেতা। তাঁর এই বক্তব্য যদি তৃণমূলের বক্তব্য হিসেবে ধরে নেওয়া হয়, তবে তা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, ভারতীয় সংবিধান মানে না তৃণমূল কংগ্রেস। ভারতীয় সংবিধানের ওপরে কোনো আস্থা নেই তৃণমূল সরকারের। এভাবেই রাজ্যপালের বিরুদ্ধে তীব্র কটাক্ষর পর তার পাল্টা জবাব দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!