এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুরভোটের আগে নতুন অশান্তি তৃণমূল ও বিজেপির, তীব্র চাপানউতোর তুঙ্গে

পুরভোটের আগে নতুন অশান্তি তৃণমূল ও বিজেপির, তীব্র চাপানউতোর তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক মিছিল ঘিরে নতুন করে অশান্তির সূত্রপাত। সূত্রের খবর, বাঁকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূলের একটি মিছিল হয় এবং সেখানেই উল্টো পথে হেঁটে আসা বিজেপির মিছিলের নেতৃত্বে থাকা বিধায়ককে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। আর এই নিয়ে বেড়ে উঠেছে তীব্র অশান্তি। সামনেই পুরভোট, আর তার আগেই এ ধরনের ঘটনায় ব্যাপক চাপানউতোর বৃদ্ধি পেয়েছে। রবিবার থেকে বাঁকুড়া জেলায় রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

তিনি তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। মঙ্গলবার বাঁকুড়ার কানকাটা 16 নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের তরফ থেকে একটি মিছিল হয়। তৃণমূলের মিছিল চলাকালীন উল্টো দিক থেকে একই রাস্তা দিয়ে বিজেপির তরফ থেকেও একটি মিছিল আসছিল। এবং সেই মিছিলের নেতৃত্বে ছিলেন এলাকার বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির অভিযোগ, দুটি মিছিল কাছাকাছি আসতেই তৃণমূলের মিছিল থেকে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। আর এই নিয়ে দুই দলের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুপক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি শুরু হয়ে যায় তখনই। কিন্তু বাড়াবাড়ি হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, তৃণমূলের মিছিল থেকে যেভাবে তাঁকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়, তাতে তৃণমূলের ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিজেপি বিধায়ক মিথ্যা অভিযোগ করছেন। বরং স্থানীয়রাই বিজেপি বিধায়কের উদ্দেশ্যে এই স্লোগান দিয়েছেন। কার্যত তিনি বিজেপি বিধায়কের নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন। সব মিলিয়ে বাঁকুড়ার কানকাটা অঞ্চলে এই ঘটনা ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে রাজনীতির দুই যুযুধান শিবির তৃণমূল বিজেপির মধ্যে। আপাতত দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছে। এখন দেখার এই ঘটনার রেশ ধরে নতুন কোনো অশান্তি দানা বাঁধে কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!