কাঁকসা থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব শুরু করলেন মমতা রাজ্য December 12, 2017 পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন আর বলেন তৃণমূলের দ্বারা নির্মিত নানান প্রকল্পের সুবিধা সকল মানুষ পাচ্ছে। তিনি বলেন, আসানসোল দুর্গাপুরে IT পার্ক তৈরি হয়েছে,ছ’হাজার ক্ষুদ্রশিল্প তৈরি হয়েছে।কিছু পরবর্তী প্রকল্পের কথাও তিনি জানিয়ে বলেন নিম্ন দামোদরে বন্যা নিয়ন্ত্রণে নতুন প্রকল্প নেওয়া হয়েছে,১৭টি পানীয় জলপ্রকল্প রূপায়িত হবে, নিশ্চয়যানের পাশাপাশি মাতৃযানের সূচনা হবে,১৬৫ কোটি টাকা ব্যায়ে ওই সেতু তৈরি করা হবে,কাঁকসার অজয় নদের উপর সেতু হবে। সেইসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন, ‘বাংলার মাটি ভাগাভাগি বরদাস্ত করে না। ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করি না আমরা। আমরা সকলকে নিজের মনে করি।’তিনি বলেন, আমাদের সরকারের মূল ইউএসপি হল উন্নয়ন। তাই আমরা সমস্ত কুত্সার জবাব দেব আমাদের উন্নয়নমূল কাজ দিয়ে। কারও বাজে কথা যেমন আমরা বরদাস্ত করব না, তেমনই কাউকে বাজে কথাও বলব না।দিদি অনুব্রতর উদ্দেশ্যে নাম করে বললেন বিজেপি যে ভাষায় কথা বলে তৃণমূল সেই ভাষায় কথা বলে না। তৃণমূলের এটা কালচার নয়। অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য তৃণমূলের নিজস্ব ভাষা আছে। আমি কেষ্টকে লাস্ট টাইম বলে দিচ্ছি যেন এসব কথা আর না বলে । এছাড়া কেন্দ্রীয় সরকারকেও বিঁধে বলেন ,কেন্দ্রের বিজেপি সরকারকে তিনি বার্তা দেন, আমরা ঋণ শোধ করেও সামাজিক কাজ করি। সামাজিক প্রকল্পের সুবিধা এ রাজ্যের সকলের কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। আপনার মতামত জানান -