বিজেপি তিন তৃণমূল নেতাকে খুনের পরিকল্পনা করছেন, বিস্ফোরক অভিযোগ মন্ত্রীর বিশেষ খবর রাজ্য December 11, 2017 সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়ের নামে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এবার খুনের পরিকল্পনার সাথে বিজেপির নাম সরাসরিভাবে জড়িয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল গোপালনগরে দলীয় রাজনৈতিক কর্মী সম্মেলন থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি আর এরফলে রীতিমত শোরগোল পরে গেছে রাজ্য-রাজনীতিতে। জ্যোতিপ্রিয় বাবু গতকালের সভা থেকে বলেন, ১. বনগাঁর বিধায়ক, পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ককে নিয়ে একসঙ্গে তিনজন প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের পরিকল্পনা করেছে বিজেপি ২. এই কাজের জন্য বাংলাদেশ থেকে সুপারি কিলার এবং আগ্নেয়াস্ত্র আমদানিও করছে তারা ৩. এই পরিকল্পনার পিছনে ‘মাস্টারমাইন্ড’ হিসাবে বিজেপির এক নেতা আছে ৪. বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্য, বনগাঁ দক্ষিণের বিধায়ক বিশ্বজিৎ দাস এবং বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক গোপাল শেঠ দক্ষ সংগঠক, দলের একনিষ্ঠ কর্মী ৫. এই তিনজনকে না সরালে বিজেপি বনগাঁয় জায়গা করতে পারবে না ৬. তাই ওরা আমাদের দলের এই তিনজন নেতাকে খুনের ছক কষেছে ৭. দিন কয়েক আগে বনগাঁর এক ব্যক্তি বিজেপিতে গিয়েছেন, তাঁর বিরুদ্ধে তিনটি খুনের মামলা রয়েছে, তাঁকেই এই অপরাধের দায়িত্ব দেওয়া হয়েছে ৮. আমার কাছে খবর আছে, খুনের জন্য বাংলাদেশ থেকে আগ্নেয়াস্ত্র আমদানি করা হচ্ছে, এমনকী সুপারি কিলারও আনার প্রস্তুতি চলছে ৯. আপনারা (ওই তিন নেতাকে উদ্দেশ্য করে) সতর্ক থাকুন ২৪ ঘণ্টা, যে কোনও সময় খুন হতে পারেন, প্রয়োজনে নিরাপত্তারক্ষী নিন ১০. কিন্তু আমরা এখনই পুলিশের কাছে অভিযোগ করছি না, কারণ আমরা মৃত্যুকে ভয় পাই না ১১. বিজেপি হিংসার রাজনীতি করলেও আমরা রাজনৈতিকভাবে মোকালিবা করব, আমরা ওদের হিংসায় এবং প্ররোচনায় পা দেব না ১২. তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত সুবিধা ভোগ করে, দলের ক্ষীর খেয়ে এখন তিনি (মুকুল রায় প্রসঙ্গে) বিজেপিতে গিয়ে বলেছেন, তৃণমূলটা ভালো নয় ১৩. তৃণমূলে থেকেই তিনি ব্যক্তিগতভাবে সবকিছু গুছিয়ে নিয়েছেন, লুটেপুটে সব খেয়ে আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে ১৪. বিজেপিতে গিয়ে তিনি নাটক শুরু করেছেন, ও একটা ধান্দাবাজ আপনার মতামত জানান -