এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সৌমিত্রর পর বিজেপিতে পদ পেতেই ময়দানে ঝাঁপিয়ে পড়লেন ভারতী ঘোষ! জঙ্গলমহল নিয়ে বিস্ফোরক!

সৌমিত্রর পর বিজেপিতে পদ পেতেই ময়দানে ঝাঁপিয়ে পড়লেন ভারতী ঘোষ! জঙ্গলমহল নিয়ে বিস্ফোরক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে অভিহিত করতেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সক্রিয় হতে দেখা যায় তাকে। তবে বেশ কিছুদিন ধরে সেই ভারতী ঘোষকে সেভাবে ময়দানে দেখা যায়নি। সম্প্রতি তিনি রাজ্য বিজেপির সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন। আর নতুন দায়িত্ব পেয়েই এবার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সেই ভারতী ঘোষ।

সূত্রের খবর, রবিবার অরন্যশহরে বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন এই বিজেপি নেত্রী। আর সেখানেই ছত্রধর মাহাতোকে প্রাক্তন মাওবাদী বলে দাবি করেন ভারতী ঘোষ। পাশাপাশি জঙ্গলমহলের উন্নয়নে রাজ্য সরকার ব্যর্থ বলেও দাবি করেন তিনি। প্রাক্তন এই আইপিএস অফিসার বলেন, “আমরা জঙ্গলমহল পরিষ্কার করে দিয়েছি। বাকিটা রাজ্য সরকারের যে সদর্থক ভূমিকা পালনের কথা ছিল, রাজ্য সরকার সেটা করেনি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরে ছত্রধর মাহাতোর নাম করে তিনি বলেন, “আমি কমা ফুলস্টপ না লাগালে আপনারা লাগিয়ে নিন।” তবে ছত্রধর মাহাতোকে তিনি প্রাক্তন মাওবাদী বলে যে অভিযোগ করলেন, তাতে ভারতী ঘোষের এই মন্তব্য কতটা সত্যি, এখন তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সংশয় তৈরি হয়েছে।

জানা গেছে, ইতিমধ্যেই ভারতীদেবীর এই মন্তব্যের জবাব দিয়েছেন সেই ছত্রধর মাহাতো। তিনি বলেন, “আমি জনগণের আন্দোলন করেছিলাম। মাওবাদীদের সঙ্গে সংস্রব ছিল না। আর ভারতীদেবীই তো সাধারণ যুবকদের মাওবাদী সাজিয়ে মূল স্রোতে ফেরানোর নাটক করেছিলেন। ভুয়ো এনকাউন্টারে অনেককে হত্যাও করেছিলেন।”

একইভাবে জঙ্গলমহলের মূল ক্ষতি ভারতী ঘোষ করেছেন বলে দাবি করেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সোরেন। সব মিলিয়ে এবার পদ পাওয়ার পরেই ছত্রধর মাহাতো এবং তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল তুলে দিলেন ভারতী ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!