এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > অবশেষে বড়সড় স্বস্তি, ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে!

অবশেষে বড়সড় স্বস্তি, ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চাপা গরম, ভ্যাপসা আবহাওয়া থেকে মুক্তি চাইছেন শহরবাসী। অবশেষে শহরবাসীর সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আগামী দুই থেকে তিন ঘণ্টা ব্যাপক বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আশার আলো তৈরি হয়েছে। কেননা দীর্ঘদিন ধরেই ব্যাপক গরমে রীতিমতো নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। তাই এবার সেখান থেকে স্বস্তি পেতে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস তাদের কাছে বড় খুশির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং ঝাড়গ্রাম থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এক্ষেত্রে আগামী 24 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বেশকিছু জেলায় অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা বাহুল্য, বর্তমান পরিস্থিতিতে নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা বাংলাদেশে একটি নিম্নচাপ সক্রিয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৃহস্পতিবার সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিহারের দিকে চলে যেতে পারে। তাই পশ্চিমবঙ্গে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেকে বলছেন, প্যাচপ্যাচে গরমের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হতে শুরু করেছিলেন। সকলেই আকাশের দিকে তাকিয়ে ছিলেন। কখন মেঘলা হবে আকাশ এবং ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। কিন্তু সেই আশা ক্রমাগত ধূলিসাৎ হতে শুরু করে। প্রখর রৌদ্র অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে অবশেষে সকলকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার দিনভর বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!