এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিসিসিআইয়ের নতুন নির্বাচকদের নাম ঘোষণা করলো ক্রিকেট বোর্ড

বিসিসিআইয়ের নতুন নির্বাচকদের নাম ঘোষণা করলো ক্রিকেট বোর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল আমদাবাদে হওয়া বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভার বৈঠকে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। এদিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে থেকে আরেকটি সিদ্ধান্তে জানা গেছে যে, বিসিসিআই ২০২২ সালের আইপিল থেকে ১০-দলকে আইপিএল খেলায় অনুমোদন দিয়েছে। এছাড়াও, মহামারীজনিত কারণে পুরুষ ও মহিলা নির্বিশেষে যে সমস্ত প্রথম শ্রেণির খেলোয়াড় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে।

সেইসঙ্গে সৈয়দ মোশতাক আলী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপটি নিয়ে জানুয়ারির পর বিসিসিআই পরিকল্পনা করেছে বলেও জানা গেছে। তবে এরই মধ্যে গতকাল ভারতের ক্রিকেট বোর্ড দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে জানান হয়েছে যে বোর্ডের নির্বাচক কমিটির নতুন সদস্যদের বেছে নেওয়া হয়েছে। সেখানে মদন লাল নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটিতে যেখান উঠে এসেছে চেতন শর্মা, আবে কুরুভিলা এবং দেবাশীষ মোহান্তির নাম।

অন্যদিকে, এই সিনিয়র সিলেকশন কমিটির নতুন চেয়ারম্যান পদে উঠে এসেছে চেতন শর্মার নাম। এদিন আহমেদাবাদে বার্ষিক সাধারণ সভা শেষে বিসিসিআই এই নামগুলি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, কমিটি এদিন টেস্ট ম্যাচের মোট সংখ্যা হিসেবে সিনিয়রিটির দিক থেকে চেয়ারম্যানের ভূমিকার জন্য চেতন শর্মাকে সুপারিশ করেছিল। এরপর সিএসি এক বছরের সময় শেষে এই প্রার্থীদের পর্যালোচনা করবে এবং বিসিসিআইকে সুপারিশ করবে বলেও জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৃহস্পতিবার বিসিসিআইয়ের সিএসি-তে মদন লাল, রুদ্র প্রতাপ সিং ও সুলক্ষনা নায়েকের সমন্বয়ে ১১ টি শর্টলিস্টেড প্রার্থীর কার্যত সাক্ষাত্কার নেওয়া হয় বলে জানা গেছে। যদিও এর অনেক আগেই, বিসিসিআই অঞ্চলিকগত দিক থেকে বাছাই প্যানেলটি তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে যতীন পারঞ্জপে পশ্চিম ভাগ, দেবাং গান্ধী পূর্ব ভাগ এবং সরনদীপ সিংহ উত্তর ভাগের দায়িত্ব নেয়।

জানা গেছে, পশ্চিম ভাগ থেকে এই পদটির জন্য অজিত আগরকর, অ্যাবে কুরুভিলা এবং নয়ন মঙ্গিয়া আবেদন করেছিলেন। অন্যদিকে, উত্তর অঞ্চল থেকে চেতন শর্মা, মনিন্দর সিং, বিজয় ডাহিয়া, অজয় ​​রাত্রা এবং নিখিল চোপড়া আবেদন করেছিলেন। পূর্ব অঞ্চল থেকে শিব সুন্দর দাস, দেবাশীষ মোহান্তি ও রণাদেব বোস আবেদন করেছিলেন। যার মধ্যে থেকে ক্রিকেট উপদেষ্টা কমিটিতে চেতন শর্মা, আবে কুরুভিলা এবং দেবাশীষ মোহান্তিকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!