এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অনভিজ্ঞতা নিয়ে বড় জবাব সুকান্তর, টেনে আনলেন দিলীপ ঘোষের প্রসঙ্গ!

অনভিজ্ঞতা নিয়ে বড় জবাব সুকান্তর, টেনে আনলেন দিলীপ ঘোষের প্রসঙ্গ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে একের পর এক নেতার দলত্যাগ, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দলের ভেতরে যথেষ্ট অস্বস্তির মুখে পড়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম বলে মন্তব্য করেছেন। আর সেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল বর্তমান রাজ্য সভাপতিকে। মূলত সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে রাজনীতির শুরুতে সকলেই অনভিজ্ঞ থাকে বলে জানিয়ে দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। শুধু তাই নয়, এই ব্যাপারে নিজের পূর্বসূরীকেও টেনে আনলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “রাজনীতির শুরুতে সকলেই অনভিজ্ঞ থাকে। আমি যখন রাজ্য সভাপতি হয়েছি, তখন আমি আড়াই বছরের সাংসদ। আমার কিছুটা হলেও রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে। আর দিলীপদা যখন রাজ্য সভাপতি হয়েছিলেন, তখন তিনি এক বছরের সাংসদ।”

বিশেষজ্ঞদের মতে, তাহলে কি দিলীপ ঘোষের মন্তব্যের জবাব দিয়ে দিলেন সুকান্ত মজুমদার! তিনি কি পরোক্ষে এই মন্তব্য করে নিজের পূর্বসূরীকে বার্তা দিতে চাইলেন! ইতিমধ্যেই তা নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!