এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে বাজিমাত করতে চায় না বিজেপি জানাল দলের শীর্ষ নেতৃত্ব

মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে বাজিমাত করতে চায় না বিজেপি জানাল দলের শীর্ষ নেতৃত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বেকার সমস্যা দিনের পর দিন বাড়ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বহু মানুষকে চাকরি তথা জীবিকা দেয়া হয়েছে বলে বারবার দাবি করা হলেও, প্রকৃত পরিস্থিতি যে ভিন্ন, তা অস্বীকার করার কোন উপায় নেই। জীবিকা না থাকার কারণেই রাজ্য থেকে ক্রমশ বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির একাংশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, দলের পক্ষ থেকে প্রচার করা হবে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখল করলে রাজ্যের ৭৫ লক্ষ বেকারের স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেয়া হবে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়টিতে সম্মতি দিল না।

প্রসঙ্গত, গত ১৩ ই নভেম্বর এক সাংবাদিক বৈঠক করেছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। এই বৈঠকে তিনি এক বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গে বেকারত্ব ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত বাড়িতে গিয়ে একটি প্রতিশ্রুতি ফর্ম দেবে বিজেপি। যেখানে জানানো হবে যে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের ৭৫ লক্ষ বেকারের স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেয়া হবে। এ বিষয়ে বিশেষ আপত্তি জানালো বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর মতে, চাকরির ফর্ম ফিলাপ করলেই চাকরির প্রতিশ্রুতি পাওয়া যায় না। দলের শীর্ষ নেতৃত্বর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি চাকরি পাওয়া যায় অনেক পদ্ধতি মেনে। প্রথমে দিতে হয় পরীক্ষা, পরে ইন্টারভিউ দিতে হয়। তাই ৭৫ লক্ষ চাকরি প্রার্থী ফর্ম ফিলাপ করলেন, আর তাদের চাকরি হয়ে গেল। এটা কখনোই সম্ভব নয়।

কোন সরকারি আইন বা নির্দেশিকাও একে কখনোই সমর্থন করে না। বিজেপি তাই কোন বেআইনি বা মিথ্যে প্রতিশ্রুতি দিতে নারাজ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যের ক্ষমতায় এলেও বিজেপি কখনোই নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারবে না। নিয়মের মধ্যে থেকেই তাদের কাজ করতে হবে। এ কারনেই এই পরিকল্পনা বন্ধ করল রাজ্য বিজেপি। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চায় না বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!