এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন বছরে ভ্রমণপিপাসুদের জন্য নতুন উপহার সরকারের

নতুন বছরে ভ্রমণপিপাসুদের জন্য নতুন উপহার সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিঘা-শংকরপুর-তাজপুর ভ্রমণ এবার এখন মাত্র ৩৪০ টাকায়। না কোনো সন্দেহ নেই, বর্ষশেষে এমনটাই দুর্দান্ত উপহার দিল সরকার। জানা গেছে, বড়দিনের প্রাক্কালে রাজ্যবাসীর জন্য এমনটাই ঘোষণা করেছে সরকার। বাঙালির কাছে উইকেন্ড হলিডে ডেস্টিনেশন বললেই তাজপুর ও মন্দারমণির নিরিবিলি সমুদ্র সৈকতের কথা ভেসে ওঠে। সেইসঙ্গে দিঘা ও শংকরপুরও অনবদ্য।

যদিও এই বছর করোনার কারণে মানুষ গৃহবন্দি থেকেছে অনেকগুলো দিন। কিন্তু বছরশেষে পর্যটকদের মন এই জায়গাগুলোর জন্য আনচান করবে না সেটা হতে পারে না। আর সেই কারণেই পর্যটকদের মনে একটু বেশি আনন্দ দিতে উদ্যোগ নিতে দেখা গেছে শংকরপুর উন্নয়ন সংস্থাকে। যেখানে ট্যুরের খরচ হিসেবে জানান হয়েছে মাত্র ৩৪০ টাকা!

বস্তুত, সেখানে ১৪ আসনের একটি বাস দিয়ে এই পরিষেবা চালু হয়েছে বলে জানা গেছে। বড়দিনের দিনই এই পরিষেবা চালু করা হয়েছে। জানা গেছে, মাত্র ৩৪০ টাকা দিয়েই এই বাসে করে আপনি ঘুরে নিতে পারবেন বিভিন্ন পর্যটন কেন্দ্র। এছাড়া ২৮ ডিসেম্বর থেকে আরও একটি বাস চলবে বলেও জানান হয়েছে।

কিন্তু কিভাবে পাবেন এই পরিষেবা? জানা গেছে, দীঘার অপরাজিত কটেজে আপাতত টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। তবে পরে অনলাইনেও এই পরিষেবা দেওয়ার ভাবনা রয়েছে বলেই জানা গেছে। তবে আসন সংখ্যার কথা মাথায় রেখে ভ্রমণের আগের দিনই টিকিট কেটে রাখার কথা বলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে প্রতিদিন সকাল ৮.৩০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত পর্যটকদের নিয়ে এই লাক্সারি বাসটি বিভিন্ন জায়গায় যাবে বলে জানা গেছে। দিঘার অপরাজিতা কটেজ থেকেই যাত্রা শুরু হবে। পরিকল্পনা মত, সেখান থেকে শংকরপুর পৌঁছতে আধ ঘন্টা লাগবে। সেখানে পর্যটকদের আধ ঘণ্টা মত ব্রেকফাস্ট করার সময় দেওয়া হবে।

এরপর সেখান থেকে যাওয়া হবে তাজপুর। সেখান থেকে দাদনপত্রবাড়ে ও সিলামপুর। এরপর স্নান ও দুপুরের খাওয়া সেরে যাওয়া হবে অমরাবতী পার্ক। সেখানে খানিকক্ষণ থাকার পর ওসিয়ানা বিচ ও ঢেউসাগর। এখানে নতুন আকর্ষণ হল, ক্রিসমাস থেকে ঢেউসাগরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

এরপর বিকেল ৪.৩৫ নাগাদ ঢেউসাগর থেকে পর্যটকদের নিয়ে বাসটি দিঘা বিজ্ঞান কেন্দ্রের দিকে রওনা দেবে। সেখান থেকেই ৬টা নাগাদ অপরাজিতা কটেজেই আবার ফিরে আসবে বাস। সংস্থার তরফে জানা গেছে, জনপ্রিয়তার দিক থেকে ভালো ফলাফল এলে ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হবে। সেইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগ সফল হলে আগামিদিনে আরও কয়েকটি পর্যটন কেন্দ্রে এই পরিষেবা চালু করার কথা ভেবেছেন তাঁরা।

তাঁদের কথায়, বস্তুত, করোনা পরিস্থিতিতে রাজ্যের পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছিল। কিন্তু আনলক পর্ব শুরু হতেই রাজ্যের পর্যটন ব্যবস্থা আবার ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সেখানে কাছাকাছির মধ্যে দিঘা, মন্দারমণি-সহ এই সমস্ত জায়গা যেহেতু বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র, তাই করোনা আবহে এই সমস্ত স্থানে ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেরি না করে আপনিও চাইলে সুযোগের সদ্ব্যবহার করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!