এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রতিষেধক নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপি হেভিওয়েটের, পাশাপাশি মিথ্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর প্রতি

প্রতিষেধক নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপি হেভিওয়েটের, পাশাপাশি মিথ্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর প্রতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা স্বস্তিদায়ক বলে দাবি রাজ্য সরকারের। সংক্রমণ কিছুটা যে নিম্নমুখী সে কথা মেনে নিচ্ছেন সবাই। কিন্তু সমস্যা শুরু হয়েছে প্রতিষেধক নিয়ে। অনেকেই জানাচ্ছেন, প্রতিষেধক পাওয়া যাচ্ছেনা। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষেধক কেনা শুরু করেছেন। আর এই নিয়েই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড়োসড়ো অভিযোগ করলেন রাজ্যের অন্যতম হেভিওয়েট বিজেপি নেতা। সম্প্রতি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেছেন, রাজ্যে যে প্রতিষেধক প্রদান চলছে তার বেশিরভাগই এসেছে কেন্দ্র থেকে। সেক্ষেত্রে রাজ্যে বিনামূল্যে প্রতিষেধক দেওয়ার দাবি মিথ্যাচারে পরিণত হয়েছে।

জয়প্রকাশ মজুমদারের দাবি, দেড় কোটি লোককে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছে রাজ্য। তার মধ্যে এক কোটি 25 লাখ ভ্যাকসিন কেন্দ্র সরকার পাঠিয়েছে।  জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে মাত্র 27 লাখ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর এরই পাশাপাশি বিজেপি নেতা বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। জয়প্রকাশ মজুমদার গুরুতর অভিযোগ জানিয়ে বলেছেন, রাজ্য সরকারের তরফ থেকে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে। তিনি বলেন, কর্পোরেশনের ভ্যাক্সিনেশন সেন্টারে প্রতিষেধক নিতে গেলে বারোশো টাকা খরচ করতে হচ্ছে, যার কোন রশিদ পাওয়া যাচ্ছেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, বেছে বেছে শুধুমাত্র তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বিজেপি কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছেনা। সেক্ষেত্রে তৃণমূল সরকারের কাছে জয়প্রকাশ মজুমদারের প্রশ্ন, ভ্যাকসিন নেওয়া মানুষজন কিভাবে বাঁচবে, যদি বিজেপির লোকজনকে ভ্যাকসিন না দেওয়া হয়? অন্যদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীও ভ্যাকসিন সংক্রান্ত অভিযোগ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে নালিশ জানিয়েছেন। কেন্দ্রীয় তরফ থেকে পুরো ব্যাপারটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

রাজ্য বিজেপি নেতার এই বিস্ফোরক অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিংবা তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, যদি বিজেপির অভিযোগ সত্যি হয় তাহলে রাজ্য সরকার বড়োসড়ো প্রশ্নের মুখে পড়তে চলেছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে বারেবারেই বলা হচ্ছে ভ্যাকসিন কেনা হচ্ছে রাজ্যের জন্য। তবে সব মিলিয়ে এই মুহূর্তে ভ্যাক্সিনেশন নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে চলেছে তৃণমূল ও বিজেপির মধ্যে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!