এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > গরু পাচার কাণ্ডে নয়া মোড়, রাজ্যের দুজন পুলিশ কর্মীকে তলব ও জেরা সিবিআইয়ের

গরু পাচার কাণ্ডে নয়া মোড়, রাজ্যের দুজন পুলিশ কর্মীকে তলব ও জেরা সিবিআইয়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক গোয়েন্দাদের হাতে পড়ার পরেই গরু পাচার কান্ডের জোরদার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ইতিমধ্যে এনামুল হককে ৩০ সে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের দুজন পুলিশকর্মীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল সিবিআই অফিসে। সিবিআই অফিসে অনেকক্ষণ ধরে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করলেন গোয়েন্দা আধিকারিকরা। পুলিশ কমীদের কাছ থেকে পাওয়া সমস্ত তথ্য খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকেরা।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে এই প্রথম রাজ্য পুলিশের দুজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকেরা। মালদা সাব ডিভিশনের এএসআই ও এখানকার একজন কনস্টেবলকে নোটিস পাঠিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে। প্রথম নোটিশ পাবার পরেও তাঁরা সিবিআই অফিস হাজিরা দেন নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এজন্য আবার তাদের দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয় সিবিআই দপ্তর থেকে। আজ তাদের হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। সিবিআই সূত্রের খবর, গতকালই তাঁরা নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন। তাঁদের ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকে বেশ কিছু জরুরি তথ্য পেয়েছেন আধিকারিকেরা।

মালদা সাব ডিভিশনের এসআই ও কনস্টেবলের কাছ থেকে পাওয়া তথ্য সম্প্রতি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকেরা। সূত্রের খবর, তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখার পর রাজ্য পুলিশের আরো বেশকিছু কর্মীকে সিবিআই দপ্তর থেকে আগামী দিনের তলব করা হতে পারে।

অন্যদিকে, কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি বা লালার ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগাড়িয়াকে আজ দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠিয়েছে সিবিআই। গত ২৪ সে ডিসেম্বর তাকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সে সময় তিনি হাজিরা দেননি। এবার বাধ্যতামূলকভাবে তাকে হাজিরা দেবার নোটিশ পাঠাল সিবিআই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!