এখন পড়ছেন
হোম > রাজ্য > জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের দাদাগিরিতে অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা

জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের দাদাগিরিতে অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা

জামিনে ছাড়া পাওয়ার ২৪ ঘন্টার ভিতরই দাপুটে তৃণমূলনেতার উৎপাতের নিদর্শন দেখা গেলো পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর এলাকা, এমনটাই জানাচ্ছে রাজনৈতিক সূত্রের খবর।
শ্লীলতাহানির অভিযোগে জেলে গিয়েছিলেন তিনি কিন্তু ২৪ ঘন্টার ভিতরই জামিনে মুক্তি পেয়ে শুক্রবার রাত ১০.৩০ নাগাধ দলবল নিয়ে হানা দেন পিন্টু বাবু এমনটাই অভিযোগ ।আরো অভিযোগ উঠেছে যে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেন মহম্মদপুর ১ গ্রাম পঞ্চায়েতের সেকবাড়ের বিজেপি প্রার্থী নিজের কাকা মতিলাল বাবুকে।মতিলালবাবু রাজি না হওয়ায় পিন্টুবাবু তাঁর কাকা,কাকিমা ও খুঁড়তুতো ভাইকে দলবল নিয়ে মারধোর শুরু করে।মতিলাল বাবু অভিযোগে জানান,”হঠাৎ ভাইপো পিন্টু সঙ্গীসাথীদের নিয়ে উপস্থিত হয়। ওদের হাতে ছিল লাঠি ও ধারালো অস্ত্র।প্রচন্ড মারধর করে।কোনোরকমে পালিয়ে বেঁচেছি।”প্রাণভয়ে সারারাত খোলা মাঠে ছিলেন বলে দাবী করেছেন ওই বিজেপিপ্রার্থী।পিন্টুবাবু সহ আরো সাতজনের নামে অভিযোগ দায়ের করেছেন মতিলালবাবু পুলিশের কাছে।পুলিশ জানিয়েছেন যে তাঁরা তদন্ত শুরু করেছে।তবে শনিবার রাত অব্দি কাউকে ধরা সম্ভব হয়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে 

কিন্তু পিন্টু কেন এমন চড়াও হল নিজেরই কাকার বিরুদ্ধে? পুলিশ সূত্রের খবর থেকে জানা গেছে,মহম্মদপুর ১ গ্রাম পঞ্চায়েতের সেকবাড়ে প্রার্থী হয়েছেন নান্টু-পিন্টুর বাবা চাঁদহরি বাবু।আর ওই একই আসনেই বিজেপি প্রার্থী হয়েছেন চাঁদহরি বাবুর ভাই মতিলালবাবু।এখানেই মনে জমেছে ক্ষোভ।তৃণমূলপ্রার্থী ও পিন্টুবাবুর বাবা চাঁদহরিবাবু জানান, ” পিন্টু ওর খুড়তুতো ভাইয়ের কাছে জানতে চেয়েছিল,কেন আমার বিরুদ্ধে মতিলাল বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে।তারপর মতিলালের ছেলে রমেশই উত্তেজিত হয়ে পিন্টুকে লাঠি দিয়ে মাথায় মারে।পিন্টুর বন্ধুরা তার প্রতিরোধ করেছে। “চাঁদহরিবাবু আরো দাবী করেন যে মনোনয়ন প্রত্যাহারের কোনো চাপ দেওয়া হয়নি।তবে বিজেপির বক্ল সভাপতি দেবব্রত করের অবশ্য অভিযোগ, ”চাঁদহরি প্রধান দিনে শান্তিপূর্ণ ভোটের কথা বলেন আর রাতে ছেলের দুষ্কৃতী বাহিনী দিয়ে বিজেপির প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেন। ভোটে জিততে নিজের ভাইকেও রেহাই দিচ্ছেন না উনি।” তৃণমূলের ব্লক সভাপতি মদনমোহন পাত্রের দাবি, ”মারামারি নয়, সামান্য ধস্তাধস্তি হয়েছে। বিজেপি পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ করছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!