এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জলপাইগুড়ির ঘাসফুলের দুর্গে আঁচড় কাটতে পারেনি বিজেপি, ভোটের পরে আশায় তৃনমূল নেতৃত্ব

জলপাইগুড়ির ঘাসফুলের দুর্গে আঁচড় কাটতে পারেনি বিজেপি, ভোটের পরে আশায় তৃনমূল নেতৃত্ব

বেশ কিছুদিন আগেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। আর নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই এই জলপাইগুড়িতে এবার পদ্ম নাকি ঘাসফুল ফুটবে তা নিয়ে জোর বিশ্লেষণও শুরু হয়ে গিয়েছে। রেকর্ড পরিমাণে ভোট পড়ায় এই জলপাইগুড়ি লোকসভা আসনটি দখল করার ক্ষেত্রে যেমন আশা প্রকাশ করতে শুরু করেছে তৃনমূল, ঠিক তেমনই পাল্টা বেশি ভোট পড়ায় এখানে মানুষ অবাধ গণতন্ত্রে বিশ্বাসী হয়ে ভোটাধিকার প্রয়োগ করে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে বলে দাবি করতে শুরু করেছে বিজেপি।

কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি? কোন রাজনৈতিক দল কি বলছে? আর কিইবা বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা!‌ জানা গেছে, এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবার 86.44 শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাগুড়ি বিধানসভায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ময়নাগুড়ির 2 লক্ষ 50 হাজার 669 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় 2 লক্ষ 30 হাজার 492 জন ভোটার। ফলে শতাংশের বিচারে তা দাঁড়িয়েছে 83.96 শতাংশে। আর এই রেকর্ড সংখ্যক ভোট ময়নাগুড়িতে পড়ায় এবার এই কেন্দ্রে ফের জয়ের আশা দেখতে শুরু করেছে তৃণমূল। অন্যদিকে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দখল করার জন্য নির্বাচনের আগে জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত ময়নাগুড়িতে এসে জনসভা করতে দেখা গেছে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতামন্ত্রীকে।

কিন্তু সেইভাবে বিজেপি এবারের নির্বাচনে ফলাফলে কোনো দাগ কাটতে পারবে না বলেই এবার দাবি করতে শুরু করেছে শাসক দল। আর এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দখলে এবার ময়নাগুড়িই বড় আশা জোগাতে শুরু করেছে তৃণমূলের। এদিন এই প্রসঙ্গে ময়নাগুড়ি 1 ব্লক তৃণমূল সভাপতি মনোজ রায় বলেন, “রাজ্যে পালাবদলের পর এই ময়নাগুড়িতে আমাদের সংগঠন ক্রমশ শক্তিশালী হয়েছে। 2014 র লোকসভা, 2016 র বিধানসভা এবং 2018 র পঞ্চায়েতের আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এবারেও তার কোনোরকম ব্যতিক্রম হবে না। অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমাদের প্রার্থী এবার ময়নাগুড়ি থেকে ব্যাপক লিড পাবেন।”

একই কথা শোনা গেছে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি সৌরভ চক্রবর্তীর গলাতেও। অন্যদিকে ময়নাগুড়িতে রেকর্ড সংখ্যক ভোট পড়ায় তা শাসক দলের বিপক্ষেই যাবে বলে আশাবাদী গেরুয়া শিবিরও। এদিন এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি দেবাশিস চক্রবর্তী বলেন, আমাদের বিশ্বাস রাজ্যের শাসকদলের বিরুদ্ধে এবারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।” সব মিলিয়ে এবার ময়নাগুড়িতে ব্যাপক লিড পেয়ে কোন দল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দখল করে তার দিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!