এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যত দিন যাচ্ছে মুখ্যমন্ত্রী ততই কৃষক, খেটে খাওয়া মানুষ, ছাত্র যৌবনের মসিহা হয়ে উঠেছেন – দাবি প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর

যত দিন যাচ্ছে মুখ্যমন্ত্রী ততই কৃষক, খেটে খাওয়া মানুষ, ছাত্র যৌবনের মসিহা হয়ে উঠেছেন – দাবি প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর


১৯’এর ব্রিগেড সমাবেশের প্রচারের জন্যে পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছিলেন তৃণমূলের পশ্চিমবঙ্গ কিষাণ খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না। সেখানে পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রথতলা এলাকায় ব্রিগেডের সমর্থনে একটি সভায় এসে সরাসরিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাঁচাছোলায় ভাষায় আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রীকে দেশের শত্রু তথা দাঙ্গানায়ক বলে ব্যাখ্যা করে তিনি বলেন,’ভারতবর্ষের জনগনের কাছে প্রধান অসুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’

 পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে,আগামী লোকসভা ভোটে ৪২ টি আসনেই তৃণমূলের হাতে তুলে দিয়ে বিজেপিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার বার্তা দেন তিনি। এদিনের সভায় বেচারামবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, বিধায়ক ফিরোজা বিবি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, কিষাণ খেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক অজিত সামন্ত, রাজ্য কমিটির সদস্য অসিত বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি সৈদাস সাহাদা প্রমুখরা।

সভায় বক্তব্য রাখতে উঠেই প্রথম থেকে বিজেপিকে তুলোধনা করেন তিনি। একইসঙ্গে সিপিএমকেও একহাত দিয়ে নেন বেচারাম মান্না। বাংলায় বামেদের ৩৪ বছরের রাজত্বতে অপশাসন বলে ব্যাখ্যা করে তিনি বলেন,সিপিএম যে দীর্ঘ তিন দশক ধরে বাংলার মানুষকে বোকা বানিয়েছে,ঠিক সেরকমই গত পাঁচ বছর ধরে গরীব মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে বিজেপি সরকার।

দিনের পর দিন দৈনন্দিন জিনিসের মূল্যবৃদ্ধি,লাগামছাড়া বেকারত্ব,রান্নার গ্যাসের আগুন দাম,কৃষিঋণের দুর্নীতি ইত্যাদির জেরে দেশের আমজনতা নাকানিচোবানি খাচ্ছে। আরো বলেন, আচ্ছে দিনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে মোদী। প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেবে বললেও এতোদিনে কারোর অ্যাকাউন্টে ১৫ পয়সাপ ঢোকেনি।

নোটবন্দি নামে কালো টাকার মালিকদের টাকা সাদা করার সুযোগ করে দিয়েছেন মোদী। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সে কথা রাখতে পারেনি মোদী। বরং বিভেদের রাজনীতিকেই দফায় দফায় উস্কে দিয়েছে বিজেপি সরকার,এমনটাই অভিযোগে জানান প্রাক্তন মন্ত্রী।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি দেশের কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরেও বিজেপি সরকারকে আক্রমণ শানান তিনি। বলেন,মোদী জামানতেই সবথেকে বেশি বঞ্চিত হয়েছে দেশের কৃষকরা। একের পর এক রাজ্য থেকে কৃষকদের আত্মহত্যার খবর এসেছে। কিন্তু এখন দেশের মানুষ বুঝে গিয়েছে মোদী সরকারের প্রকৃত স্বরূপ।

নরেন্দ্র মোদী যে কত বড় ভণ্ড,মিথ্যুক এবং জনগনের স্বার্থবিরোধী প্রধানমন্ত্রী তা আর জানতে বাকি নেই দেশের আমজনতার৷ তাই ১৯’এর লোকসভা ভোটে কেন্দ্র থেকে উৎখাত হতে চলেছে বিজেপি সরকার এমনটাই দাবী করলেন তিনি। পাশাপাশি তিনি প্রশংসার পুল বাঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বললেন,সারা দেশের কৃষকরা যখন ক্ষোভের আগুনে জ্বলছেন,তখন পশ্চিমবঙ্গের কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শুধুমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। রাজ্যের কৃষকদের স্বার্থে মুখ্যমন্ত্রী যেমন একদিকে কিষাণ ক্রেডিট কার্ড, শস্যবিমা করে দিয়েছেন,তেমনি অন্যদিকে ধানের গোলা, চাতাল, সরকারি ভর্তুকিতে আধুনিকমানের যন্ত্রপাতি, মিউটেশন ফি মুকুবের মতো একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির নজির গড়েছেন।

তাই সভামঞ্চ থেকে পাঁশকুড়াবাসীর উদ্দেশ্যে আগামর লোকসভা ভোটে তৃণমূলকে সমর্থনের বার্তা দিলেন তৃণমূলের পশ্চিমবঙ্গ কিষাণ খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!