এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > স্বজনপোষণ এবং অন্য গোষ্ঠী কে কোনঠাসা অভিযোগকে হেলায় সরিয়ে নয়া পদক্ষেপ অধীরের, নতুন কমিটি ঘোষণা,

স্বজনপোষণ এবং অন্য গোষ্ঠী কে কোনঠাসা অভিযোগকে হেলায় সরিয়ে নয়া পদক্ষেপ অধীরের, নতুন কমিটি ঘোষণা,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে আসতে আর বিশেষ দেরি নেই। এই অবস্থায় রাজ্যের তৃণমূল এবং বিজেপি শিবির নিজেদের সাংগঠনিক পরিবর্তন করলেও কংগ্রেস কিন্তু এতদিন পর্যন্ত সাংগঠনিক পরিবর্তনের দিকে বিশেষ এগোয়নি। কিন্তু এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে রাজ্যে হয়ে গেল কংগ্রেস শিবিরের উল্লেখযোগ্য পরিবর্তন। অধীর চৌধুরী বরাবরই অভিযুক্ত হয়েছেন বিভিন্ন মহলে স্বজনপোষণ এবং অন্য গোষ্ঠীর নেতাদের কোণঠাসা করার জন্য।

কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দ্বিতীয় বার প্রদেশ কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব নিয়ে এবার নতুন কমিটি তৈরি করলেন অধীর চৌধুরী। এই নতুন কমিটিতে দেখা যাচ্ছে সোমেন মিত্র ঘনিষ্ঠ নেতারা বেশ কিছু উল্লেখযোগ্য পদে এসেছেন। সোমেন পুত্র রোহন মিত্র এবার কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ পেলেন। এছাড়াও সোমেন অনুগামী অমিতাভ চক্রবর্তী, সর্দার আমজাদ আলী, বাদল ভট্টাচার্য, সন্তোষ পাঠক, শহীদ ইমামদের প্রত্যেকেই প্রদেশ কংগ্রেসের কোন না কোন পদ পেয়েছেন বলে জানা যাচ্ছে।

তাৎপর্যপূর্ণ ভাবে একাধিক জেলায় সোমেন ঘনিষ্ঠ নেতারাই জেলা সভাপতি বা কার্যকরী সভাপতি পদে রয়ে গেলেন প্রদেশ কংগ্রেসের নতুন কমিটিতে। জানা গেছে, সহ সভাপতি হয়েছেন মোট 11 জন। আর তার মধ্যে সোমেন ঘনিষ্ঠ সর্দার আমজাদ আলী অন্যতম নাম। 14 জন সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন সোমেন পুত্র রোহন মিত্র, সোমেন ঘনিষ্ঠ বিধায়ক কাজি আবদুর রহিম দিলু, কৃষ্ণা চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায়রা। এদের সঙ্গেই অবশ্য থাকছেন অধীরের বিশ্বস্ত মনোজ চক্রবর্তী, ঋজু ঘোষালরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য হয়েছেন প্রদেশ কংগ্রেস কোঅর্ডিনেট কমিটির চেয়ারম্যান। এই কমিটির কনভেনার হলেন বাদল ভট্টাচার্য। অন্যদিকে প্রচার কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। ইশতেহার কমিটির চেয়ারম্যান পদে এসেছেন আব্দুল মান্নান। এই কমিটির কনভেনার পদে এসেছেন অমিতাভ চক্রবর্তী। এবং এক্সিকিউটিভ মেম্বার তালিকায় দলের প্রায় সমস্ত ছোট বড় সদস্যরাই ঠাঁই পেয়েছেন বলে জানা গেছে। নির্বাচন কমিটিতে অধীরের পাশাপাশি প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান, আবু হাসেম খান চৌধুরি, দীপা দাশমুন্সী, অভিজিৎ মুখোপাধ্যায়, সর্দার আমজাদ আলি, শুভঙ্কর সরকার, দেবপ্রসাদ রায়দের মতন পরিচিত মুখ উঠে এসেছেন।

কংগ্রেসের অন্দরের খবর, অধীর চৌধুরীকে এবার সবাইকে সাথে নিয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লি থেকে। মনে করা হচ্ছে, অধীর চৌধুরী সেই নির্দেশ প্রকারান্তরে পালন করলেন। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের গোড়ায় কংগ্রেস শিবিরের এই অভূতপূর্ব পরিবর্তন এবার শিবিরে বড় কোন পরিবর্তন আনতে পারে কিনা সেটাই দেখার। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্য রাজনীতিতে ক্রমশ পিছিয়ে পড়েছে কংগ্রেস। সে জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে সাংগঠনিক পরিবর্তনের হাত ধরে কংগ্রেস এবার একুশের নির্বাচনের লক্ষ্যে কি পদক্ষেপ গ্রহণ করে, সে দিকেই নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!