এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়ন প্রত্যাহার করাতে গেলেই খুনোখুনি হবে শাসকদলে দাবি দিলীপ ঘোষের

মনোনয়ন প্রত্যাহার করাতে গেলেই খুনোখুনি হবে শাসকদলে দাবি দিলীপ ঘোষের

এদিন মহিষাদল ব্লকে বিজেপির একটি দলীয় কর্মশালা অনুষ্ঠিত হয় সেখানে আগামী নির্বাচনে দলীয় রণকৌশল কি হবে তা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।উপস্থিত ছিলেন দলের হেভিওয়েট নেতারা, যেমন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি প্রদীপ দাস, বিজেপি নেতা অম্বুজ মাহান্তি, আনিসুর রহমান সহ অন্যান্য নেতারা। এদিন দিলীপবাবু তৃণমূলের সন্ত্রাস নিয়ে বলেন যে

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

”আমি প্রথমেই বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনে ৭০ থেকে ১০০ জন খুনোখুনিতে মারা যাবে। প্রত্যেক পঞ্চায়েতে নির্বাচনেই হয়। এবারেও তার ব্যতিক্রম হবে না।”পাশাপাশি তিনি শাসকদলের আসন সংখ্যার থেকে বেশি মনোনয়ন জমা পড়া নিয়েও বলেন যে “বাংলায় তৃণমূল ৭০ হাজার মনোনয়ন জমা করেছে। যা আসন সংখ্যার থেকে ১২ থেকে ১৫ হাজার বেশি। অতিরিক্ত যে মনোনয়ন জমা পড়েছে তারা কেউ সহজে মাটি ছাড়বে না । আগে ওদের সঙ্গে তৃণমূল লড়েনি তার পর আমাদের সাথে লড়বে। আর যারা মনোনয়ন জমা করেছে তাদের প্রত্যাহার করাতে গেলেই খুনোখুনি হবে।”তিনি শাসকদলকে বিঁধে দাবি করেন যে,তৃণমূল” সমাজ বিরোধীদের নেতা বানিয়ে দিয়েছে। পুরো পার্টিটাই সমাজ বিরোধীদের পার্টি হয়ে গেছে। সেখানে খুনোখুনি হবে না তো কি হবে।”পাশাপাশী কোর্ট- এর রায়ের উপর ভরসা আছে বলে জানান তিনি। তিনি এদিন বলেন যে কোর্টের উপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে। যাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি তারা মনোনয়ন যাতে জমা দিতে পারেন তার একটা না একটা সুরাহা করবে কোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!