এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিহার বিধানসভার আগে সামনে এল বড়সড় সমীক্ষার ফল! এগিয়ে কে? মোদী না রাহুল? জানুন বিস্তারিত

বিহার বিধানসভার আগে সামনে এল বড়সড় সমীক্ষার ফল! এগিয়ে কে? মোদী না রাহুল? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে পরপর চলছে বিধানসভা নির্বাচন। 2021 এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে চলেছে সে কথা সবার জানা। কিন্তু তার আগেই আসছে বিহার বিধানসভা নির্বাচন। এ বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচন হবে বলে জানা গেছে। অন্যদিকে বিহার বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, 2019 থেকে 2020 র মধ্যে বহু বদল এসেছে দেশে। আর সেই বদলের হাত ধরেই কি এবার বিহার বিধানসভাতেও বদল দেখা যাবে?

বিহার বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের প্রচার চলছে। আর তার মধ্যেই বিহারের সাধারণ জনগণের মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন নিউজ চ্যানেল সমীক্ষা চালাতে শুরু করেছে। যার মূল বিষয় হল – বিহার বিধানসভা নির্বাচনের ভিত্তিতে দেশে কে এগিয়ে থাকছেন? প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি না রাহুল গান্ধী? আর সেই সমীক্ষার ফলাফল এবার প্রকাশ হয়েছে। বিহারের সাধারণ মানুষের কাছে প্রশ্ন ছিল, এনডিএ সরকারের প্রতি তাঁরা কতটা সন্তুষ্ট এবং করোনাকালে প্রধানমন্ত্রী মোদী কতটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন?

শুধু তাই নয়, দেশের অর্থনীতির ওপর মোদি সরকারের পরিকল্পনার কার্যকারিতা কতদূর এবং সর্বোপরি মোদি সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে তাঁদের কি মতামত? বিহার বিধানসভা থেকে প্রধানমন্ত্রী মোদির কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়েছে 43.89% মানুষ। অন্যদিকে মোদী সরকারের কর্মকাণ্ডে মোটেই সহমত হননি 24.95% মানুষ। আংশিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন 31.16% মানুষ। অন্যদিকে দেশ পরিচালনার কাজে এনডিএ সরকারের প্রশংসা করেছেন 36.27% মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একেবারেই সন্তুষ্ট নন মোদী সরকারের দেশ পরিচালনার কাজে 31.58% মানুষ এবং আংশিক সন্তুষ্ট 31.86% মানুষ বলে জানা গেছে। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে দেশ পরিচালনার ক্ষেত্রে বিহার বিধানসভা থেকে 66.07% মানুষ বেছে নিয়েছেন নরেন্দ্র মোদিকে। এবং 23.73% মানুষ বেছে নিয়েছেন রাহুল গান্ধীকে। শুধুমাত্র 5.93% মানুষ কোন দলকে সমর্থন করেনি। প্রসঙ্গত আগামী 28 নভেম্বর বিহার বিধানসভার প্রথম পর্বের ভোটদান হতে চলেছে। দ্বিতীয় পর্বের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হবে 3 নভেম্বর। এবং সর্বশেষ ভোটগ্রহণ হবে 7 নভেম্বর। আগামী 10 নভেম্বর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসবে বলে জানা গেছে।

অন্যদিকে সমীক্ষার ফলাফল গেরুয়া শিবিরের দিকেই ইঙ্গিত করছে, যা বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, নিউজ চ্যানেল এর এই ফলাফলের পুরোপুরি বিপরীত দৃশ্য দেখা গেছে বহু ক্ষেত্রে। তাই বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র মিডিয়ার ওপর নির্ভর করে এখনই কিছু বলা যাবেনা। সেক্ষেত্রে রাহুল গান্ধী না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি – কে এগিয়ে থাকবেন তা বলা যাবে 10 নভেম্বরের পর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!