এখন পড়ছেন
হোম > রাজ্য > সন্ত্রাসের দাবি নিয়ে হাইকোর্টে শুরু নতুন মামলা, পঞ্চায়েত নির্বাচন কি বিশ বাঁও জলে?

সন্ত্রাসের দাবি নিয়ে হাইকোর্টে শুরু নতুন মামলা, পঞ্চায়েত নির্বাচন কি বিশ বাঁও জলে?


সন্ত্রাসের দাবি নিয়ে হাইকোর্টে শুরু নতুন মামলা, পঞ্চায়েত নির্বাচন কি বিশ বাঁও জলে? বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে ফের পঞ্চায়েত মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে। এদিন সন্ত্রাসের জেরে পোলেরহাটের ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিতে না পাড়ার আবেদন জানায় হাইকোর্টে। হাইকোর্ট বিষয়টি আধ ঘন্টার মধ্যে খতিয়ে দেখার নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশনকে। এরপরেও আলিপুরের দুজন প্রার্থী মনোনয়ন জমা দিতে না পারায় তার শুনানি পরের দিন হবে বলে জানা গেছে। এদিকে নির্বাচনের দিন সন্ত্রাসের আশঙ্কা এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানায় বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কমিশন ও রাজ্য এই দাবি অগ্রাহ্য করার পর বিজেপি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। এদিকে কংগ্রেস ও পিডিএস নতুন মনোনয়ন জমা দেওয়ার বিজ্ঞপ্তিতে বিভ্রান্তির অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়। একই অভিযোগ তুলেছে বিজেপি। বিরোধী দলগুলির মতে কমিশন দায়সারা কাজ করছে। মনোনয়ন জমা দেওয়ার বিজ্ঞপ্তিতে কোথাও জমা দেওয়ার জায়গা উল্লেখ না থাকি বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি ই-মেলের মাধ্যমে কমিশনকে জানানোও হয়েছে। উত্তর না পেলে ফের মামলা করবে বলে জানায় বিজেপি। বিরোধী শিবিরের অভিযোগ, সমস্ত বিডিও অফিসগুলি তৃণমূলের দখলে থাকায় এসডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার কথা জানানো হয়। কিন্তু এই বিজ্ঞপ্তিতে কোনো জায়গারই উল্ল্যেখ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!