এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > কোষাগারে ‘ভাঁড়ে মা ভবানীর’ অবস্থা ! চরম সংকটের মুখে অঙ্গনওয়াড়ি কেন্দ্র !

কোষাগারে ‘ভাঁড়ে মা ভবানীর’ অবস্থা ! চরম সংকটের মুখে অঙ্গনওয়াড়ি কেন্দ্র !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সোম থেকে শনিবার সপ্তাহে ছ’দিন  অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু এবং মহিলাদের জন্য রান্না করা খাবার দেওয়া হয় এর মধ্যে কোনও দিন ভাত, ডিম, সব্জি আবার কোনও দিন খিচুড়ি দেওয়া হয় । ছ’বছর বয়স পর্যন্ত শিশুদের খাবাবের বন্দোবস্ত করা হয় অন্য দিকে অন্তঃসত্ত্বা এবং প্রসূতিরা ছ’মাস পর্যন্ত পুষ্টিকর খাবার পেয়ে থাকেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে । কিন্তু দু’মাস ধরে খরচের কোনও টাকা তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ করেন জামালপুরের  কর্মী ও সহায়িকারা । ফলে সমস্যার মধ্যে পড়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু-সহ অন্তঃসত্ত্বা এবং প্রসূতিরা। সুত্রের খবব পূর্ব বর্ধমানের জামালপুরের ৫৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অর্থের অভাবে রান্না করা খাবার দেওয়া বন্ধ করলেন সেখানকার কর্মীরা  বলে জানা গেছে ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের অভিযোগ বিডিও এবং জামালপুর সুসংহত শিশুবিকাশ প্রকল্প (সিডিপিও) আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেও সুরাহা হয়নি বলে অভিযোগ।এদিন এই প্রসঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা আরো দাবি করেন  ”স্বল্প মাইনের টাকা থেকে আমরাই মুদিখানা ও সব্জিবাজার করে আসছি। তবে দীর্ঘদিন মুদিখানায় ধার হয়ে গিয়েছে। দোকানদারেরা জিনিসপত্র ধারে দেওয়া বন্ধ করে দিয়েছে। কারও ৫,০০০ আবার কারও বা ১২,০০০ টাকা পর্যন্ত ধার হয়ে গিয়েছে।” তবে এদিকে পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, ”অ্যাকাউন্টজনিত কিছু সমস্যার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অঙ্গনওয়াড়ির কেন্দ্রগুলির টাকা চলে এসেছে। এক সপ্তাহের মধ্যেই সমস্যা মিটে যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!