এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য হতে চেয়ে আবেদনের পাহাড়, চাপ ক্রমশ বাড়ছে তৃণমূলের

পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য হতে চেয়ে আবেদনের পাহাড়, চাপ ক্রমশ বাড়ছে তৃণমূলের


লোকসভা নির্বাচনে রাজ্যে শাসক দল তৃণমূলকে যথেষ্ঠ বেগ দিয়েছে গেরুয়া শিবির।গত 2014 সালে তৃণমূল 34 টা আসন পেলেও এবার তাদেরকে 22 টিতে নামিয়ে এনে বিজেপি 2 থেকে নিজেদের আসন সংখ্যা 18 করে নিয়েছে। আর লোকসভায় বিজেপির কিছুটা ভালো ফলাফল করার পরেই সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান শুরু হলে পশ্চিমবাংলার প্রতি বাড়তি নজর দেয় তারা।

2021 এ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের আগে যাতে সদস্য সংগ্রহ অভিযানে বাংলা থেকে ব্যাপক পরিমাণে সদস্য সংগ্রহ করা যায়, তার জন্য বিজেপির বঙ্গ নেতৃত্বকে টার্গেট বেঁধে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেইমতো বিজেপির রাজ্য নেতৃত্ব এবং বিভিন্ন জেলার জেলা নেতৃত্বরা সেই সদস্য সংগ্রহ অভিযানের কাজ জোর কদমে চালাচ্ছেন। আর বাংলায় সদস্য সংগ্রহ অভিযানের ব্যাপারে বিজেপি নেতৃত্ব যে ভীষণ সিরিয়াস ছিল, তা এবার প্রমাণ হয়ে গেল।

সূত্রের খবর, পশ্চিমবাংলায় বিজেপির সদস্য হতে চেয়ে আবেদনের সংখ্যা ইতিমধ্যেই 76 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তবে সেই সংখ্যাটা আরও অনেকটাই বাড়তে পারে বলে দাবি গেরুয়া শিবিরের। জানা গেছে, সারা রাজ্যের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেই বিজেপি সদস্য সংখ্যা সব থেকে বেশি হয়েছে। যেখানে উত্তরবঙ্গের মধ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে সবথেকে ভালো সাড়া পড়েছে জলপাইগুড়ি জেলায়।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের মত জেলাগুলিতে সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। কিন্তু আশ্চর্যজনকভাবে কলকাতা, দক্ষিণ 24 পরগনাতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে কিছুটা হলেও বিঘ্ন ঘটেছে। গেরুয়া শিবিরের অভিযোগ, আসলে এই সমস্ত জায়গাগুলিতে তৃণমূল ভয় দেখিয়ে, সন্ত্রাস চালিয়ে তাদের সদস্য সংগ্রহ অভিযানে বাধা দিয়েছে। আর তাই সেখানে ভালো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ এবং মালদাতেও বিজেপি সদস্য সংখ্যা খুব একটা বেশি না হওয়ায় ওই জেলাগুলিতে পরবর্তীতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে এখানে কেন্দ্রীয় নেতৃত্বদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বিজেপির। তবে প্রাথমিক সদস্য হওয়ার শেষ দিন 20 আগস্ট ধার্য হলেও আগামী 31 শে ডিসেম্বর মিসডকল দিয়ে বিজেপিতে যোগদান পর্ব চলবে বলে জানা গেছে।

কিন্তু সারা রাজ্যে যেভাবে বিজেপি সদস্য হতে চেয়ে আবেদনের সংখ্যা 76 লক্ষ ছাড়িয়েছে, তাতে বাংলায় যে বিজেপির সমর্থন আরও দিনকে দিন বাড়ছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। আর তাইতো বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সদস্য হতে চেয়ে প্রায় 76 লক্ষ মানুষের আবেদন তৃণমূলকে অনেকটাই বিপাকে ফেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!