এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > সাম্প্রদায়িক হিংসা ছড়ানো ও খুনের উসকানি দেওয়ার অভিযোগে বড়সড় শাস্তির মুখে জাকির নায়েক

সাম্প্রদায়িক হিংসা ছড়ানো ও খুনের উসকানি দেওয়ার অভিযোগে বড়সড় শাস্তির মুখে জাকির নায়েক


এবার সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে বড়সড় বিপাকে পড়লেন ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েক। জানা গেছে, পিস টিভি নামে এক চ্যানেলে দীর্ঘদিন ধরেই নানা বক্তব্য প্রদান করেন জাকির সাহেব। ইসলাম ধর্ম সম্পর্কে নানা সময় নানা বার্তা দিতে দেখা যায় তাকে। অনেক সময় তার অনেক বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

অভিযোগ উঠেছে, কেন তিনি এই ধরনের বক্তব্য প্রদান করছেন! তবে এবার তার এই বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ তুলে তার চ্যানেলের বিরুদ্ধে পৌনে তিন কোটি টাকা জরিমানা করা হল। যার ফলে এখন তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, জাকির নায়েকের পিস টিভি এবং পিস টিভি উর্দু এই দুই চ্যানেলকে ব্রিটেনের পক্ষ থেকে তিন লক্ষ পাউন্ড জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য 2 কোটি 75 লক্ষ টাকা। সূত্রের খবর, ব্রিটেনের সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত নজরদারি চালায় ওএফসিএম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি এই ওএফসিএমের পক্ষ থেকে এই ব্যাপারে জাকির নায়েকের অস্বস্তি বাড়িয়ে দেওয়া হয়। জানানো হয়, সম্প্রচারের নিয়ম ভাঙ্গার কারণে পিস টিভি এবং পিস টিভি উর্দু এই দুটি চ্যানেল লাইসেন্সধারীদের জরিমানা দিতে হবে। তারা এও জানায় যে, তদন্তে উঠে এসেছে এই দুটি চ্যানেলে হিংসা মূলক বক্তব্য পেশ করা হয়েছে। যা সত্যিই অপরাধমূলক।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই জাকির নায়েকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সাম্প্রদায়িক কথাবার্তা বলা থেকে শুরু করে হিংসা ছড়ানো, নানা দেশ নানা সময়ে এই ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এমনকি ভারত ও বাংলাদেশের ওয়ান্টেড তালিকাতেও ছিলেন এই জাকির নায়েক। এবার তার বক্তব্য সম্প্রচার করায় দুই চ্যানেলে বিরুদ্ধে জরিমানা নির্ধারণ করে দেওয়ায় তিনি অনেকটাই চাপে পড়লেন বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!