এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শাসক দলের চোখে চোখ রেখে খেজুরিতে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী

শাসক দলের চোখে চোখ রেখে খেজুরিতে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৭ ই জানুয়ারি শহীদ দিবসের দিনে নন্দীগ্রামে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সভার পাল্টা সভা হিসেবে গতকাল অর্থাৎ ৮ ই জানুযারী নন্দীগ্রামে সভা করার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দেবেন তিনি, তাঁর পরদিনের সভায়। এরপর মুখ্যমন্ত্রীর সভা স্থগিত করা হয়। আগামী ১৮ ই জানুয়ারি মুখ্যমন্ত্রী সভা করতে আসছে নন্দীগ্রামে। এর পাল্টা হিসেবে আগামী ১৯ সে জানুয়ারি খেজুরিতে সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী।

তৃণমূল বিধায়ক অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ার কারণে মুখ্যমন্ত্রীর শহীদ দিবসের দিনে নন্দীগ্রামের সভা পিছিয়ে দেয়া হয়। আগামী ১৮ ই জানুয়ারি তেখালি বাজারে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা হিসেবে এর পরদিন খেজুরিতে সভা করবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, খেজুরির সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দেবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, সিপিএমের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, কিন্তু সিপিএম কোনদিন তৃণমূলের সভায় গিয়ে ঢিল ছোড়েনি। কিন্তু, গতকাল সেই দৃশ্যই দেখতে হল তাঁকে। তিনি অভিযোগ করেছেন যে, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের গাড়ি আটকে দেয়া হয়েছে। সভায় আসতে তাদের বাধা দেয়া হয়েছে। গতকাল অন্ধকার নামলে সভায় আসা বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হতে পারে, এই আশঙ্কায় অল্প সময়ের বক্তব্য রেখে সভা সমাপ্ত করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন যে, যতক্ষণ না বিজেপি কর্মীরা সকলে বাড়িতে পৌঁছাবেন, ততক্ষণ থেকে যাবেন তিনি নন্দীগ্রামে।

গতকাল দ্রুত সভা সমাপ্ত করার কারণে দীর্ঘ বক্তব্য রাখতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। সংক্ষিপ্ত ভাষণ দিয়েই শাসকদল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে সভা পন্ড করার চেষ্টার নিন্দা করলেন তিনি। সেইসঙ্গে, বিজেপির কর্মী-সমর্থকদের শান্ত হওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়ে ছিলেন যে, গতকাল তাঁর সভায় ব্যাপক জনসমাগম হবে, যা সত্যি হয়েছিল। গতকাল শুভেন্দু অধিকারীর সভায় হয়েছিল চোখে পড়ার মতো ভিড়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!