এখন পড়ছেন
হোম > অন্যান্য > যুক্তরাজ্য থেকে আসা বিমান যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করল কেজরিওয়াল সরকার। জানুন বিস্তারিত

যুক্তরাজ্য থেকে আসা বিমান যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করল কেজরিওয়াল সরকার। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ডিসেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাজ্য এবং বিশ্বের আরো অনেক দেশের নতুন কোভিড স্ট্রেনের প্রভাবে নতুন বছরের উদযাপনটি এবার ম্লান হয়েছে। ইতিমধ্যেই ব্রিটেন ফেরত বিমান যাত্রীদের মধ্যে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে করোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গেছে। তবে আমাদের দেশের করোনার গ্রাফ বেশ কিছদিন ধরেই নিম্নমুখী। দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছু কমেছে। নতুন বছরের শুরুতেই ভ্যাকসিন আসে গেছে আমাদের হাতের নাগালে।

তবুও নতুন করোনাভাইরাস প্রবণতা নিয়ে উদ্বেগের কারণে ইউরোপ এবং পশ্চিম এশিয়া থেকে আসা বিমানযাত্রীদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কথা ঘোষণা করে মহারাষ্ট্র। এছাড়া, অন্য দেশ থেকে আসা ব্যক্তিদেরও ওই একই সময়ের জন্য হোম কোয়ারানটিনে থাকতে হবে বলে জানান হয়। সেইসঙ্গে যুক্তরাজ্য থেকে অবতরণকারীদের জন্য বিমানবন্দরে একটি বাধ্যতামূলক আরটি-পিসিআর পরীক্ষা নেওয়া হবে বলেও জানান হয়েছে।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে ৮ই জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারির মধ্যে ইংল্যান্ড থেকে ভারতে যে সমস্ত বিমানের যাত্রীরা আসবেন তাদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক হবে। সেইসঙ্গে বিমানযাত্রীদের যাত্রার অন্তত ৭২ ঘন্টা আগে অনলাইন পোর্টালে ডিক্লারেশন জমা দিতে হবে। সেইসঙ্গে তাদের ১৪ দিনের ভ্রমণ ইতিহাস জানাতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাত্রীদের করোনা রিপোর্ট সঙ্গে রাখতে হবে। অবশ্যই নেগেটিভ হতে হবে। এছাড়া বিমানযাত্রার ৭২ ঘন্টা আগে সকলকেই করোনা পরীক্ষা করাতে হবে। সেইসঙ্গে প্রতি সংস্থা সর্বাধিক ১৫টির বেশি বিমান চালাতে পারবে না। তবে এবার সেখানে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেজরিওয়াল সরকার। টুইটারের মাধ্যমে জারি করা সেই নির্দেশিকায় যুক্তরাজ্য থেকে আসা সমস্ত যাত্রীরা করোনা নেগেটিভ হলেও তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার টুইট করে ব্রিটেন থেকে আসা নতুন করোনা স্ট্রেন নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যুক্তরাজ্য থেকে দিল্লি আসার যাত্রীদের জন্য গাইডলাইন প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, যেহেতু করোনা পরীক্ষা ইতিবাচক হলে যাত্রীদের আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে, সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট নেতিবাচক হলেও যাত্রীদের সাত দিনের কোয়ারানটাইন এবং তারপরে আরও সাত দিনের হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। সেইসময় ব্রিটেন থেকে আসার সময় আরটি-পিসিআর পরীক্ষা করা বাধ্যতামূলক বলেও জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!