এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর নতুন পদক্ষেপ, এবার তৈরি হতে চলেছে ‘কন্যাশ্রী ভবন’

মুখ্যমন্ত্রীর নতুন পদক্ষেপ, এবার তৈরি হতে চলেছে ‘কন্যাশ্রী ভবন’

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ইতিমধ্যেই জগৎসভায় শ্রেষ্ঠত্ত্বের আসন ছিনিয়ে নিয়েছে। আর এবার সেই সাফল্যের রেশ ধরে মুখ্যমন্ত্রী নতুন পদক্ষেপ নিতে চলেছেন তাঁর সাধের কন্যাশ্রী প্রকল্প নিয়ে। সূত্রের খবর এবার জেলায় জেলায় কন্যাশ্রীদের জন্য বিশেষ ভবন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্লকে তৈরি করা হবে এই ভবন বলে জানা গেছে। দেশ-বিদেশের ঘটে চলা বিভিন্ন ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল করতেই ভালো করে প্রশিক্ষণ প্রয়োজন কন্যাশ্রীদের বলে ধারণা মুখ্যমন্ত্রীর। আর তার থেকেই এই নতুন ভবন গঠনের উদ্যোগ বলে জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই কন্যাশ্রী ভবন প্রাথমিকভাবে জঙ্গলমহলের ৯ টি ব্লকে গড়ে উঠবে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই ভবন আদতে হবে একটি দোতলা বাড়ি, যেখানে ইন্টারনেট, লাইব্রেরির পাশাপাশি থাকবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। আপাতত এই প্রকল্পের জন্য ৬০ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে, যা আসবে মূলত পঞ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তহবিল থেকে। এই প্রকল্প রূপায়নের জন্য আগামী ৬ মাসের সময়সীমা ধার্য্য করা হয়েছে বলে সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!