এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের, কি প্রতিশ্রুতি দিল কংগ্রেস? জেনে নিন

নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের, কি প্রতিশ্রুতি দিল কংগ্রেস? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে নির্বাচনী লড়াই জমে উঠেছে। আর হাতে গোনা মাত্র দিন কয়েক পরেই শুরু হতে চলেছে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব। ইতিমধ্যে নির্বাচনী লড়াইয়ের মাথায় রেখে রাজ্যের তৃণমূল, বিজেপি এবং বাম শিবির তাঁদের প্রতিটি পরিকল্পনা ইস্তেহার আকারে প্রকাশ করেছে। বাকি ছিল কংগ্রেস, আজ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তাঁদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন সাংবাদিক বৈঠক করে। পাশাপাশি কংগ্রেসের দুই আসনের প্রার্থীর নাম ঘোষণাও হল আজ। 

প্রসঙ্গত নির্বাচনের ময়দানে সাধারণ মানুষকে কাছে টানতে ইস্তেহারের জুড়ি মেলা ভার। গত কয়েক দিনে তৃণমূল-বিজেপি এবং বাম শিবির থেকে বড়োসড়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহারে। আর এবার কংগ্রেসের পক্ষ থেকে বলা হল, রাজ্যের প্রতিটি পরিবারকে মাসিক মোটা অঙ্কের অর্থ সাহায্য করা হবে নির্বাচন জিতলে। পাশাপাশি নারী সুরক্ষা এবং শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, ছত্তিশগড়ের মডেলেই বাংলায় পরিবারপিছু আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি করা হচ্ছে  কংগ্রেসের পক্ষ থেকে।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, রাজ্যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে প্রতিটি পরিবারকে মাসে 5700 টাকা করে অর্থসাহায্য দেওয়া হবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, লকডাউনের ফলে বাজারে চাহিদা কমেছে। যথারীতি দেশের অর্থনীতির পরিকাঠামো ঠিক রাখতে গেলে বাজার তৈরীর প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই বাজার তৈরি হবে তখনই যখন মানুষের হাতে টাকা পৌঁছাবে। এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকারকে বারবার বলেও কোন লাভ হয়নি। তাই এবার রাজ্যের ক্ষমতায় এসে কংগ্রেসের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে যাতে মানুষের হাতে টাকার যোগান বাড়ে। এর ফলে বাজারের ক্রয় ক্ষমতা বাড়বে এবং কর্মসংস্থান বাড়বে।

 উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বামেদের পক্ষ থেকেও মাসে 9000 টাকা করে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে প্রতিটি সাধারণ পরিবারকে মাসে 500 টাকা এবং তপশিলি জাতি, উপজাতি পরিবারকে মাসে হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে সরাসরি অর্থ সাহায্যের কথা না বলা হলেও মহিলাদের বিনামূল্যে পরিবহণ এবং শিক্ষার কথা বলা হয়েছে। আজকে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহারে আর্থিক সাহায্য ছাড়া অন্যান্য মহিলা সুরক্ষায় যেমন জোর দেওয়া হয়েছে, তেমনই কর্মসংস্থান এবং শিল্প উন্নয়ন নিয়েও কথা বলা হয়েছে। একই সাথে এদিন কংগ্রেসের পক্ষ থেকে দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হলো। 

একজন হলেন বিধাননগরের আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কাটোয়া থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন প্রবীর গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে ভোট কাছে আসতেই একের পর এক প্রতিশ্রুতি জনগণের সামনে। প্রতিটি দল আকর্ষণীয় করার চেষ্টা করেছে তাঁদের ইস্তেহারকে। তবে এবার দেখার জনগণ কাদের প্রতিশ্রুতিতে ভরসা করে ভোটবাক্সে সাড়া দেয়!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!