রোহিঙ্গা ইস্যুতে শাসকদলের উপর চাপ বাড়াতে বিশেষ পরিকল্পনায় গেরুয়া শিবির বিশেষ খবর রাজ্য March 22, 2018 দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সীমানা দিয়ে মায়ানমার থেকে বিতাড়িত একদল মুসলিম সম্প্রদায়কে পশ্চিমবঙ্গে অবৈধভাবে ঢুকতে সাহায্য করছে রাজ্য শাসক দল। ভোটার সংখ্যা বাড়িয়ে ব্যালট বক্সের ফায়দা লোটার উদ্যেশ্যে তৃণমূলের এই ব্যবস্থা, এমনটাই দাবি করে গতকাল ময়দানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সামনে ধর্ণা-অবস্থানের প্রাথমিক পরিকল্পনা নিলেন ৬, মুরলীধর সেন লেনের শীর্ষনেতারা। বিজেপি নেতাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জেলার আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে তারা আর এতে মদত দিচ্ছে তৃণমূল। এর ফলেই বাড়ছে সন্ত্রাসবাদ ও জাল নোটের কারবার। এ বিষয় দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক ওয়াই রত্নাকর রাও আশ্বাস দিয়ে জানান, “আমরা বারুইপুর পুলিস জেলার কাছে এ নিয়ে ফ্যাকচ্যুয়াল রিপোর্ট চেয়েছি। তা হাতে পেলে গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” এই আশ্বাস কতটা ধোপে টিকেছে সে বিষয় সন্দেহ রয়েই গেছে। আর তাই রোহিঙ্গা ইস্যুতে শাসকদলের উপর চাপ বাড়াতে ধর্নায় বসতে চলেছে শাসকশিবির। আপনার মতামত জানান -